শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২২, ২০২৪

প্রিন্ট করুন

ঢাকা: বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল নয়টা থেকে পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ‘পুরো দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে, চট্টগ্রাম বিভাগের রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে, অন্যত্র তা সামান্য কমতে পারে।’

এ দিকে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, ভোরের দিকে পুরো দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। গেল ২৪ ঘন্টায় দেশের ঢাকা, রাজশাহী, সৈয়দপুর, ময়মনসিংহ, সিলেট সামান্য বৃষ্টিপাত হয়েছে। তবে, হাতিয়ায় সর্বোচ্চ ২৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মংলায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় কুতুবদিয়ায় ১৬ দশমিক তিনি ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, ‘পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।’

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ছয়টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ।

ঢাকায় বাতাসের গতি ও দিক সম্পর্কে বলা হয়েছে, ‘পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় আট থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।’

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ঢাকায় সূর্যাস্ত পাঁচটা ৫৮ মিনিটে ও শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকায় সুর্যোদয় ভোর ছয়টা ২৬ মিনিটে।