দার্জিলিং, ভারত: চট্টগ্রামের মেধাবী সন্তান অভ্র বড়ুয়া ভারতের দিল্লীর সিআইএসসি বোর্ডের অধীনে দার্জিলিংয়ে অবস্থিত তার স্কুল এফএলএস কর্তৃক প্রিফেক্টোরিয়াল বডির প্রধান নির্বাচিত হয়েছে। দীর্ঘ পাঁচ বছর স্কুলের দেয়া প্রতিশ্রুতি পূরণ, নিয়মানুবর্তিতা, স্কুলের সাংস্কৃতিক কর্মকান্ডকে গতিশীল, অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া ও পরীক্ষাগুলোতে অনন্য ফলাফলের ধারাবাহিকতায় এ সাফল্য তার অনন্য প্রাপ্তির খাতায় যোগ হয়েছে।
স্কুলের মহাপরিচালক নিপু পাল চৌধুরী, পরিচালক বিয়াস পাল চৌধুরী, অধ্যক্ষ সুমনা ও উপ-অধ্যক্ষ ফিলিপ ফেডরিক জর্ডান ও অন্যান্য অতিথিদের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে অভ্র বড়ুয়াকে এক বছরের জন্য প্রিফেক্টোরিয়াল বডি প্রধান নির্বাচিত করা হয়। দ্বিতীয় বারের মত কোন বাংলাদেশী এ পদ পেয়েছে। অভ্র ও তার দল সব গুরুত্বপূর্ণ জাতীয় ও আর্ন্তজাতিক অনুষ্ঠানে স্কুলকে প্রতিনিধিত্ব করবে। ১২১ জন সদস্য রয়েছে এ দলে।
অভ্র বড়ুয়া নাট্য নির্দেশক কুন্তল বড়ুয়া এবং ওড়িশী নৃত্যশিল্পী প্রমা অবন্তীর একমাত্র সন্তান। অভ্র চট্টগ্রামের স্বনামধন্য স্কুল ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজের সাবেক কৃতি শিক্ষার্থী। ২০১৯ সালে স্বপ্ন জয়ের আশায় সে পা বাড়ায় ভারতের দার্জিলিংয়ের স্বনামধন্য এফএলএস স্কুলে। বর্তমানে সে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত। মেধাবী এ শিক্ষার্থী বেশ কিছু পুরস্কার এরই মধ্যে নিজের ঝুলিতে এনেছে।২০১৯ সালে ভারতে অনুষ্ঠিত উত্তরবঙ্গের বৃহত্তর উৎসব ‘বস্কো ফেস্ট’র নাট্যৎসবে স্কুলের প্রতিনিধিত্ব করে অভ্র দশটি স্কুলের মধ্যে প্রথম স্থান অর্জন করে অভিনয়ে এবং কবিতা উৎসবে ৪০ জনের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে। এক দিনে ৭৫টি ইভেন্ট আয়োজন করে উৎসবটি ‘গিনেস বুক অফ ওয়াল্ড রেকর্ড’ এ জায়গা করে নেয়। এছাড়াও, পাঁচটি ভিন্ন ভাষায় গান করে অর্জন করেছে বর্ষ সেরা শিক্ষার্থীর খেতাব। ইতিমধ্যে সে বাংলাদেশের একমাত্র ওড়িশী নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান ওড়িশী অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার চট্টগ্রাম ও কথাসুন্দর নাট্যদলের সাংস্কৃতিক পরিষদের সাথে সক্রিয়ভাবে যুক্ত।