শনিবার, ০৫ অক্টোবর ২০২৪

শিরোনাম

দীপ্ত টিভির সাথে যুক্ত হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম ‘দীপ্ত প্লে’

সোমবার, নভেম্বর ২৮, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির সাথে এবার যুক্ত হতে চলেছে ওটিটি প্ল্যাটফর্ম ‘দীপ্ত প্লে’। নতুন চলচ্চিত্র ও সিরিজের মাধ্যমে নতুন ধরনের সব গল্প থাকছে দীপ্ত প্লে অরিজিনালসে। রোমাঞ্চকর ফিল্ম আর ফ্ল্যাশ ফিল্ম ছাড়াও বিভিন্ন সিরিজ নিয়ে হাজির হচ্ছে প্ল্যাটফর্মটি।

ছোট গল্পের মত টানটান শর্ট ফিল্ম আর নতুন সব বিদেশি ডাবিং সিরিয়াল থাকছে দীপ্ত প্লেতে। দীপ্ত প্লে অরিজিনাল ফিল্ম ও সিরিজ ছাড়াও এ প্ল্যাটফর্মে থাকবে দীপ্ত টিভির সব জনপ্রিয় অনুষ্ঠান।

দীর্ঘ ধারাবাহিক থেকে শুরু করে বিভিন্ন ডাবিং সিরিয়াল এখানে দর্শকরা দেখতে পাবেন যখন-তখন, যে কোন সময়ে।

সাবসক্রিপশনের মাধ্যমে এ অনুষ্ঠানগুলো টিভির আগেই উপভোগ করার সুযোগ পাচ্ছেন দর্শকরা।

সোমবার (২৮ নভেম্বর) দীপ্ত প্লের আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে।