শনিবার, ০৫ অক্টোবর ২০২৪

শিরোনাম

দুই মামলায় হাজিরা দিলেন ফখরুল ও নোমানসহ পাঁচজন 

বৃহস্পতিবার, ডিসেম্বর ৮, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: ঢাকার শাহবাগ থানায় নাশকতার দুই মামলায় বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) আদালতে হাজিরা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ পাঁচ জন।
 
অন্য আসামিরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান ও যুগ্ম-মহাসচিব মোয়াজ্জম হোসেন আলাল।
 
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামানের আদালতে তারা আইনজীবীর মাধ্যমে হাজিরা দেন। 

২০১৯ সালের ডিসেম্বরে হাইকোর্ট মোড়ে তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় শাহবাগ থানা এ দুই মামলা করা হয়। দুইটি মামলা তদন্তাধীন।