বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

দেশবিরোধী মিথ্যা অপপ্রচার চিহ্নিত করল রয়টার্স

শুক্রবার, আগস্ট ১২, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: সামাজিক গণ মাধ্যমে চালানো দেশবিরোধী একটি মিথ্যা অপপ্রচার ধরা পড়েছে বিশ্ব খ্যাত সংবাদ সংস্থা রয়টার্সের ফ্যাক্ট চেক বা সত্যতা নিরূপণ প্রক্রিয়ায়।

রয়টার্স প্রতিবেদনে বলা হয়, ‘গত ৭ আগস্ট ‘ওয়াল স্ট্রিট সিলভার’ নামের টুইটার একাউন্ট থেকে পোস্ট দেয়া হয় যে, বাংলাদেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিভিন্ন শহরে তীব্র গোলযোগ হচ্ছে। এর সাথে আপলোড করা হয় রাস্তায় টায়ার পোড়ানো ও মুহুর্মুহু সাউন্ড গ্রেনেডের শব্দের একটি অডিও-ভিডিও ক্লিপ। হাজার ছাড়িয়ে যাওয়া ভিউয়ের পোস্টটির সত্যতা যাচাই করতে গিয়ে বিশ্ব খ্যাত সংবাদ সংস্থা রয়টার্স দেখে, ভিডিও ক্লিপটি নয বছর আগের ২০১৩ সালের ৬ মে ঢাকায় হেফাজতে ইসলামের আন্দোলনের সময়ের।’

বৃহস্পতিবার (১১ আগস্ট) রয়টার্স প্রকাশিত ‘ফ্যাক্ট চেক: বাংলাদেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদের ভিডিওটি ২০২২ সালেরই নয়, ২০১৩ সালের। Fact Check-Video does not show 2022 fuel protests in Bangladesh, it dates to 2013 শিরোনামের সংবাদে বলা হয়, ‘ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সংকটের মধ্যে বিশ্বের দ্রুততম বর্ধিষ্ণু অর্থনীতির দেশ বাংলাদেশে সম্প্রতি জ্বালানি তেল লিটার প্রতি পেট্রোলের দাম ৫১ দশমিক দুই শতাংশ বাড়িয়ে ১৩০ টাকা, ৯৫-অকটেনের দাম ৫১ দশমিক সাত শতাংশ বাড়িয়ে ১৩৫ টাকা, ডিজেল ও কেরোসিনের দাম ৪২ দশমিক পাঁচ শতাংশ বাড়িয়ে ১১৪ টাকা করা হয়েছে।’

রয়টার্স-থম্পসনের এ প্রতিবেদনে আরো বলা হয়, ‘জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বাংলাদেশে যে প্রতিবাদ হয়েছে, তা স্থানীয় গণ মাধ্যমে উঠে এসেছে। কিন্তু বর্ণিত টুইটার ও চিহ্নিত আরেকটি ফেসবুক একাউন্টে যে ভিডিও সংযোজন করা হয়েছে, তা এ বিষয়ে তো নয়ই, এ বছরেরও নয়, ২০১৩ সালের।

প্রেস বার্তা