শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

দেশে ডেঙ্গুতে ২৪ ঘন্টায় মৃত্যু পাঁচজনের

বৃহস্পতিবার, নভেম্বর ১০, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার ১০ নভেম্বর) ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ১৯২ জন।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (১০ নভেম্বর) হাসপাতালে ভর্তি হয়েছে ৮৮৮ জন। এর মধ্যে ঢাকায় ৪৭৫ জন ও ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ৪১৩ জন ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট তিন হাজার ২৪৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে এক হাজার ৯১৫ জন ও অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে এক হাজার ৩৩৩ জন রোগী।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে ৪৬ হাজার ৪৬৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ৩০ হাজার ৬৩২ জন ও ঢাকার বাইরে ১৫ হাজার ৮৫৪ জন।

অন্য দিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়েছেন ৪৩ হাজার ৪৬ জন। এর মধ্যে ঢাকায় ২৮ হাজার ৬০১ জন ও ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ১৪ হাজার ৪৪৫ জন।