বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

দেশে ডেঙ্গুতে ২৪ ঘন্টায় প্রাণ গেল চারজনের

বুধবার, নভেম্বর ২, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (বুধবার ২ নভেম্বর) চারজন রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ১০৯৪ জন।

গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় ৬০০ ও ঢাকায় বাইরে বিভিন্ন হাসপাতালে ৪৯৪ জন ভর্তি হয়েছে। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ১৫২ জন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ বলা হয়,
‘বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট তিন হাজার ৭৫০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে দুই হাজার ৩৩২ ও অন্য বিভাগে ভর্তি রয়েছে এক হাজার ৪১৮ জন রোগী। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে ৪০ হাজার ১০১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে ঢাকায় ২৭ হাজার ১৪৮ ও ঢাকার বাইরে ১২ হাজার ৯৫৩ জন।’

অন্য দিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩৬ হাজার ১৯৯ জন। এর মধ্যে ঢাকায় ২৪ হাজার ৭২৪ ও ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ১১ হাজার ৪৭৫ জন।