শনিবার, ০৫ অক্টোবর ২০২৪

শিরোনাম

দেশে ২৪ ঘন্টায় ৭০৮ জনের করোনা সনাক্ত, মৃত এক

শুক্রবার, সেপ্টেম্বর ৩০, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: বাংলাদেশে গত ২৪ ঘন্টায় (শুক্রবার ৩০ সেপ্টেম্বর) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। আগের দিন এ রোগে দুইজন মারা গিয়েছিল। এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৬৩ জন। মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) চার হাজার ৮২৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৭০৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) পাঁচ হাজার ১৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৬৭৯ জন। দেশে গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণ বেড়েছে এক দশমিক ১৩ শতাংশ। বৃহস্পতিবার করোনায় শনাক্তের হার ছিল ১৩ দশমিক ৫৩ শতাংশ। শুক্রবার তা বেড়ে দাঁড়িয়েছে ১৪ দশমিক ৬৬ শতাংশে।

দেশে এখন পর্যন্ত এক কোটি ৪৮ লাখ ৭৭ হাজার ৮৮ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ২৫ হাজার ১৯৭ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৬৮৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৬৫ হাজার ১৮৮ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ০৪ শতাংশ। বৃহস্পতিবারও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ০৪ শতাংশ।

এ দিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় তিন হাজার ৫০২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৫১৬ জন। শনাক্তের হার ১৪ দশমিক ৭৩ শতাংশ। বৃহস্পতিবার শনাক্তের হার ছিল ১৩ দশমিক ৭৪ শতাংশ।