রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

শিরোনাম

দ্বিতীয় রোসা কেবিএল এক্সপো বাংলাদেশ ২০২৩ এ এয়ারলাইন্স পার্টনার ইউএস বাংলা এয়ারলাইন্স

বুধবার, জুন ৭, ২০২৩

প্রিন্ট করুন

ঢাকা: বৃহস্পতিবার (৮ জুন) থেকে ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হতে যাওয়া রোসা দ্বিতীয় কিচেন, বাথ অ্যান্ড লিভিং এক্সপো বাংলাদেশ ২০২৩ -এ এয়ারলাইন্স পার্টনার হিসেবে যুক্ত হয়েছে বেসরকারি উড়োজাহাজ প্রতিষ্ঠান ইউএস বাংলা এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটির সৌজন্যে প্রতিদিন দর্শনার্থীদের জন্য থাকছে ঢাকা-কক্সবাজার-ঢাকা এয়ার টিকেট জেতার সুযোগ। এছাড়া, গ্র্যান্ড ফাইনাল ড্রতে থাকবে সাথীসহ মালদ্বীপ ঘুরে আসার সুযোগসহ নানা পুরস্কার।

যুক্তরাজ্য, জার্মানি, ইটালি, আরব আমিরাত, শ্রীলংকা, ভারত ও স্বাগতিক বাংলাদেশসহ সাতটি দেশের ৭০টি ব্র্যান্ড একই ছাদের নিচে অংশ নিবে তিন দিন ব্যাপী এ মেলায়। দেশের অন্যতম ইভেন্ট প্রতিষ্ঠান ওয়েম বাংলাদেশের আয়োজনে মেলার স্ট্রাটেজিক পার্টনার রিহ্যাব ও সহযোগিতায় রয়েছে ইন্টেরিয়র ডিজাইনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এবং এসোসিয়েট পার্টনার বাংলাদেশ ইন্টেরিয়র কোম্পানিজ এসোসিয়েশন।

বৃহস্পতিবার (৮ জুন) আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় শিল্প মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন মেলার উদ্বোধন করবেন।

তিন দিনব্যাপী এ প্রদর্শনী দর্শনার্থী ও ক্রেতা-বিক্রেতাসহ সকলের জন্য উম্মুক্ত থাকবে প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত। মেলার প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকছে রোসা, প্লাটিনাম স্পন্সর আরএকে ও সুইস প্লাস, গোল্ড স্পন্সর স্টেলা ও হুইদা এবং সিলভার স্পন্সর হ্যাকার, গ্যাসডাম এন্ড জ্যাকুয়ার। মেলায় এয়ারলাইন্স পার্টনার ইউএস বাংলা এয়ারলাইন্স।