মিশিগান: আর্থ ডে (ধরিত্রী দিবস বা বিশ্ব বসুন্ধরা দিবস) উপলক্ষে শনিবার (২৬ এপ্রিল) যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের ওয়ারেন সিটির বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশনিয়েছেন ছাত্র-ছাত্রী,পরিবেশবাদী, স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মী।
সিটির সৌন্দর্য রক্ষায় ও প্রকৃতির বিকাশে এ কার্যক্রম গ্রহণ করা হয়। শহরের সিটি স্কয়ারসহ বিভিন্ন পার্কে তারা এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালান।
ওয়ারেন সিটির মেয়র লরী স্টোন হ্যাপী আর্থ ডে উপলক্ষে বক্তব্যে দিবসটির গুরুত্ব তুলে ধরেন এবং ওয়ারেন সিটির পরিবেশ আরো সুন্দর, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
ওই কার্যক্রমে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ ছিল স্বতস্ফূর্ত। বিপুল সংখ্যক ছাত্রছাত্রী, তরুণ তরুণী, বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী অভিযানে অংশ নন। বাংলাদেশ অ্যাসোসিয়েশান অব মিশিগানের (বাম) নেতা-কর্মীরাও এতে অংশ নেন।
এই বছরের ধরিত্রী দিবসের প্রতিপাদ্য হল ‘আমাদের শক্তি, আমাদের গ্রহ’, যা মানুষকে নবায়নযোগ্য শক্তির চারপাশে একত্রিত হওয়ার আহ্বান জানায় এবং একটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎ গড়ে তোলার জন্য মানুষ, সংস্থা এবং সরকারগুলির সাধারণ দায়িত্বের উপর আলোকপাত করে। ২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী উৎপাদিত নবায়নযোগ্য শক্তির পরিমাণ তিনগুণ বৃদ্ধি করার লক্ষ্যে, বিশেষ উদ্যোগ নেওয়া দরকার বলে স্থির হয়। ১৯৭০ সালের এই দিনে মার্কিন সেনেটর গেলর্ড নেলসন ধরিত্রী দিবসের প্রচলন করেন। বর্তমানে আর্থ ডে নেটওয়ার্ক কর্তৃক বিশ্বব্যাপী সমন্বিতভাবে অনুষ্ঠিত হয় এবং ১৯৩টির অধিক দেশে প্রতি বছর পালন করা হয়ে থাকে।