মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

শিরোনাম

নগরবাসী গরমে পুড়ে-বৃষ্টিতে ডুবে, সরকার নির্বিকার

রবিবার, জুলাই ১৪, ২০২৪

প্রিন্ট করুন

ঢাকা: এবি পার্টির নেতারা বলেছেন, ‘ডামি সরকারের উপুর্যুপূরি ব্যর্থতায় শুধু দেশের অর্থনীতিই বিপন্ন হচ্ছে না, নাগরিক জীবনে নেমে আসছে ভয়াবহ বিপর্যয়। এক দিকে দেশের ২০টি জেলা বন্যায় বিপর্যস্ত অন্য দিকে ঢাকাসহ বিভাগীয় শহরগুলোর নাগরিকেরা গরমে পুড়ে ও বৃষ্টিতে হাবুডুবু খায়- এটাই যেন তাদের নিয়তি! সরকার এ বিষয়ে সম্পূর্ণ নির্বিকার।’

রোববার (১৪ জুলাই) বিজয় নগরস্থ দলের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন তারা এসব কথা বলেন। শুক্রবার (১২ জুলাই) তিন ঘণ্টার বৃষ্টিতে ঢাকাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর তলিয়ে যাওয়া ও নগর জীবনে মারাত্মক ক্ষতিগ্রস্ততার প্রেক্ষাপটে এ সম্মেলনের আয়োজন করা হয়।

পার্টির যুগ্ম সদস্য সচিব আসাদুজ্জামান ফুয়াদ দলের পক্ষ থেকে প্রাসঙ্গিক ব্যাপারে ব্রিফিং করেন ও সাংবাদিকদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দলের আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী, সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু ও কেন্দ্রীয় কমিটির সদস্য লেফটেন্যান্ট কর্ণেল (অব.) দিদারুল আলম।

মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘২০০৯ সালে বর্তমান সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা বলেছেন ঢাকাবাসীকে আর পানিতে ভোগতে হবে না। অথচ প্রতি বছরই মানুষ সামান্য বৃষ্টি হলেই নিদারুণ ক্ষতির সম্মুখীন হয়েছে। ২০১৭ সালে মন্ত্রীরা ফের প্রতিজ্ঞা করে বলেছেন, পরের বছর পানি নিষ্কাশনের ব্যবস্থা হচ্ছে। চট্টগ্রাম ও সিলেটসহ ঢাকার দুই সিটি করপোরেশনের মধ্যে হাজার কোটি টাকা ব্যয় করেছেন। গেল বছর ঢাকার মেয়রদ্বয় ঘোষণা দিয়েছেন, সমস্যার সমাধান হয়ে গেছে। পুরো দিন বৃষ্টি হলেও ঢাকায় আর পানি জমবে না। অথচ গেল পরশু দিন মাত্র তিন ঘণ্টায় ঢাকার মানুষ ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে।’