শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

নভেম্বরে পণ্য রপ্তানি কমেছে ছয় শতাংশ

মঙ্গলবার, ডিসেম্বর ৫, ২০২৩

প্রিন্ট করুন

ঢাকা: ২০২৩ সালের নভেম্বরে বাংলাদেশের রপ্তানি আয় ২০২২ সালের একই মাসের তুলনায় ছয় দশমিক শুন্য পাঁচ শতাংশ কমেছে। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

সদ্য শেষ হওয়া নভেম্বর মাসে রপ্তানি আয় এসেছে ৪৭৮ কোটি ৪৮ লাখ ডলার। তবে, পূর্বের মাসের (অক্টোবর) তুলনায় বেড়েছে।

সোমবার (৪ ডসেম্বর) প্রকাশিত ইপিবির প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালের অক্টোবরে রপ্তানি আয় করেছে তিন দশমিক ৭৬ বিলিয়ন ডলার।

তৈরি পোশাকের (আরএমজি) চালান উল্লেখযোগ্য হারে কমে যাওয়ার কারণে রপ্তানি কমেছে। আরএমজি সেক্টর নভেম্বরে চার দশমিক শুন্য পাঁচ বিলিয়ন ডলারে নেমে এসেছে, যা গেল বছরের একই মাসের তুলনায় সাত দশমিক ৪৫ শতাংশ কমেছে।

নিটওয়্যার সাবসেক্টরে পোশাকের চালান বিশেষভাবে কমে গেছে। গেল মাসে যা দুই দশমিক ৩১ বিলিয়ন ডলার আয় করেছে, যা পূর্বের চেয়ে তিন দশমিক ১৮ শতাংশ কম। ওভেন পোশাক থেকেও আয় ১২ দশমিক ৫৯ শতাংশ কমে এক দশমিক ৭৩ বিলিয়ন ডলার হয়েছে।

তবে, চলতি অর্থ বছরের ২০২৩-২৪ সালের ৫ মাসে (জুলাই-নভেম্বর) সামগ্রিক রপ্তানি আয় এক দশমিক ৩০ শতাংশ বৃদ্ধি পেয়ে ২২ দশমিক ২৩ বিলিয়ন ডলার হয়েছে। ২০২২-২৩ অর্থ বছরের একই সময়ে যা ছিল ২১ দশমিক ৯৪ বিলিয়ন ডলার ছিল।

ইপিবির তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, প্রধান খাতগুলোর মধ্যে তৈরি পোশাক ছাড়া বাকি সব খাতে রপ্তানি কমেছে। এর মধ্যে হিমায়িত খাবার অন্তর্ভুক্ত; চামড়া ও চামড়াজাত পণ্য; পাট ও পাটজাত পণ্য; কৃষি প্রক্রিয়াজাত পণ্য, হোম টেক্সটাইল ইত্যাদি।