শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

নারী টি-২০ এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা

মঙ্গলবার, সেপ্টেম্বর ২৭, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: নারী টি-২০ এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশসহ এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে এশিয়ার অন্য দল ভারত, পাকিস্তান, শ্রীলংকা, থাইল্যান্ড, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত।

আগামী মাসে সিলেটে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে হাতের ইনজুরি কাটিয়ে বাংলাদেশ দলে ফিরেছেন পেসার জাহানারা আলম। ইনজুরির কারণে সদ্য শেষ হওয়া আইসিসি নারী টি-২০ বিশ্বকাপের বাছাই পর্বে খেলতে পারেন নি জাহানারা।

টি-২০ বিশ্বকাপের বাছাই পর্বে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশের স্কোয়াড থেকে বাদ পড়েছেন শারমীন আক্তার সুপ্তা ও মারুফা আক্তার। তবে দুইজনই স্টান্ড-বাই তালিকায় আছেন। তাদের সাথে ওই তালিকায় আরো আছেন নুজহাত তাসনিয়া ও রাবেয়া খান। এ ছাড়াও আসন্ন এশিয়া কাপ দিয়ে ফের দলে ফিরলেন বাঁ-হাতি পেসার ফারিয়া ইসলাম তৃষ্ণা। গত মার্চে সর্বশেষ দেশের হয়ে ওয়ানডে ফরম্যাটে খেলেছিলেন তিনি।

আগামী ১ অক্টোবর থেকে সিলেটে শুরু হবে নারী এশিয়া কাপ ক্রিকেটের অষ্টম আসর। সাতটি দলকে নিয়ে এবারের আসর অনুষ্ঠিত হবে। লিগ পদ্ধতিতে একে-অপরের মুখোমুখি হবে অংশ নেয়া দলগুলো। ১৫ অক্টোবর ফাইনাল দিয়ে পর্দা নামবে নারী এশিয়া কাপের।

টুর্নামেন্টের প্রথম দিনই থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ২০১৮ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত সর্বশেষ আসরের ফাইনালে ভারতকে তিন উইকেটে হারিয়ে প্রথম বারের মত শিরোপা জিতেছিল বাংলাদেশ।

সদ্যই নারী বিশ্বকাপ বাছাই পর্বে টানা দ্বিতীয় বারের মত আগামী টি-২০ বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। বাছাই পর্বে দলকে নেতৃত্ব সুলতানা জ্যোতির নেতৃত্বেই এশিয়া কাপের শিরোপা ধরে রাখার মিশনে নামবে বাংলাদেশ।

এশিয়া কাপে বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), শামিমা সুলতানা, ফারাজানা হক পিংকি, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মন্ডল, সালমা খাতুন, সোবহানা মুস্তারি, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, ফারিহা ইসলাম তৃষ্ণা ও সোহেলি আক্তার।

স্ট্যান্ড-বাই: মারুফা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, নুজহাত তাসনিয়া ও রাবেয়া খান।