বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫

শিরোনাম

নিউইয়র্কসহ উত্তর-পূর্ব যুক্তরাষ্ট্রে ঝড়ের কারণে দেড় হাজারেও বেশি ফ্লাইট বাতিল

সোমবার, জুলাই ১৭, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে রোববার (১৬ জুলাই) সন্ধ্যায় ঝড়ের কারণে দেড় হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। ফেডারেল এভিয়েশন এডমিনিস্ট্রেশান বলছে, ‘বজ্রঝড় ও প্রবল বৃষ্টির কারণে নিউইয়র্ক ও নিউজার্সির প্রধান বিমানবন্দরগুলোতে ব্যাপকভাবে ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে।’

ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটএওয়্যার জানিয়েছে, নিউজার্সির নিওআর্ক লিবার্টি ইন্টারন্যাশনাল বিমানবন্দরেই কেবলমাত্র ৩৬২টি ফ্লাইট বাতিল ও ৩৩৭টি ফ্লাইটে বিলম্ব ঘটেছে।

নিউইয়র্কে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ৩১৮টি ফ্লাইট বাতিল ও ৪২৬টি ফ্লাইটে বিলম্ব হয়েছে। সিটির অপর বিমানবন্দর লা গার্ডিয়াতে ২৭০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

এ দিকে, বোস্টন লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে ২৬০টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে ফ্লাইটএওয়্যার জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের পাঁচ কোটি ৬০ লাখ লোক ভয়াবহ বন্যার আশংকার মধ্যে রয়েছে। কারণ, নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভিনিয়া, ডেলওয়ার ও মেরিল্যান্ডে প্রবল বৃষ্টির কারণে আকস্মিক বন্যা ও বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়।