নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে ‘অবিনশ্বর একাত্তর’ শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। প্রবাসীদের সংগঠন ‘একাত্তরের প্রহরী নিউইয়র্ক’ আয়োজিত এ অনুষ্ঠানের স্লোগান ছিল ‘হঠাও রাজাকার বাঁচাও বাংলাদেশ।’ আয়োজনে সহযোগিত করে বিপা নিউইয়র্ক।
শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় জ্যাকসন হাইটসের উডসাইডের পিএস১২ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজনে ছিল দেশাত্মবোধক নাচ, গান, কবিতা আবৃত্তি ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী।
সাংস্কৃতিক সংগঠক নিহার নিলিমা, মিনহাজ আহমেদ সাম্মু ও রওশনআরা নিপার উপস্থাপনায় এতে প্রবাসীরা মাতৃভূমির প্রয়োজনে কাজ করার শপথ নেন। শপথবাক্য পাঠ করান সাংস্কৃতিক সংগঠন ‘বিপা’র কর্মকর্তা অ্যানী ফেরদৌস।
বক্তব্য দেন মুক্তিযোদ্ধা নুরুন্নবী ও ফকির ইলিয়াস। প্রবন্ধ পাঠ করেন প্রীতিজা পারমিতা।
অনুষ্ঠানে প্রদর্শিত হয় নুরুন্নবীর পরিকল্পনা ও রওশনআরা নিপার পরিচালনায় নির্মিত ‘তথ্যচিত্রে সমসাময়িক বাংলাদেশ’ প্রামাণ্যচিত্রটি।