মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫

শিরোনাম

নিউইয়র্কে আনন্দধ্বনির প্রতিষ্ঠাতা ও সঙ্গীত সাধক ওয়াহিদুল হককে স্মরণ

রবিবার, ফেব্রুয়ারী ৯, ২০২৫

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: আনন্দধ্বনির প্রতিষ্ঠাতা ও সঙ্গীত সাধক ওয়াহিদুল হকের স্মরণে প্রথম শ্রোতার আসর ‘কিছু কথা কিছু গান’ শীর্ষক আয়োজন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি তার স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়।

শনিবার (৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের জ্যামাইকার হিলসাইড এভিনিউ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কুইন্স সোস্যাল এডাল্ট ডে কেয়ারের স্পন্সরে আয়োজনটি অনুষ্ঠিত হয়।

আনন্দধনির সভাপতি অর্গ সারথি শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন কুইন্স সোশ্যাল এডাল্ট ডে কেয়ারের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মাহফুজুল হক। উপস্থিত ছিলেন নিউইয়র্কের বরেণ্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে সঙ্গীত ও আলোচনায় ওয়াহিদুল হককে স্মরণ করা হয়।

আলোচনায় ওয়াহিদুল হকের জীবনী ও কর্মযজ্ঞ তুলে ধরেন বক্তারা। দেড় শতাধিক দর্শক অনুষ্ঠান উপভোগ করেন। বিশেষ করে শিল্পীদের গান সবাই প্রাণভরে উপভোগ করেন।

বক্তারা বলেন, ‘ওয়াহিদুল হক একজন কিংবদন্তী ছিলেন। তার অসাম্প্রদায়িক চেতনা আমাদের আলোকবর্তিকা হতে পারে।’

অর্গ সারথি শিকদার বলেন, ‘আনন্দধ্বনি প্রথম নিউইয়র্কে পহেলা বৈশাখ শুরু করেন। আমার এ ধরনের অনুষ্ঠান নিয়মিত করতে চাই।’

মাহফুজুল হক বলেন, ‘আমরা ব্যবসায়ের পাশাপাশি বাংলাদেশী কমিউনিটিকে সহযোগিতা করে যাচ্ছি। আগামীতেও করব। আনন্দধ্বনি আমাদের সাথে আছে।’