সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

শিরোনাম

নিউইয়র্কে কাউন্সিলমেম্বার শাহানা হানিফের অ্যাম্পাওয়ারিং ডেভেলপমেন্ট প্রজেক্ট পরিদর্শন

শুক্রবার, জুন ৭, ২০২৪

প্রিন্ট করুন

নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: নিউইয়র্ক সিটির ব্রুকলিন ডিষ্ট্রিক-৩৯’-এর কাউন্সিলমেম্বার শাহানা হানিফ শনিবার (১ জুন) অলাভজনক বেসরকারী প্রতিষ্ঠান অ্যাম্পাওয়ারিং ডেভেলপমেন্ট প্রজেক্ট (ইডিপি) পরিদর্শন করেছেন। তিনি ইডিপিতে পৌঁছালে সংস্থার প্রতিষ্ঠাতা ও সচিব আম্বিয়া বেগম ও সমন্বয়কারী উর্মি তাহমিনা তাকে ফুল দিয়ে বরণ করেন। শাহানা ইডিপি পরিচালিত কম্পিউটার ক্লাস ঘুরে দেখেন ও প্রশিক্ষণার্থীদের সঙ্গে পরিচিত হন।

এ সময় ইডিপির কম্পিউটার প্রশিক্ষক জুবায়ের আব্দুল্লাহ স্বাগত বক্তব্যে ইডিপির লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন। প্রশিক্ষণার্থীরা তাদের লব্ধ জ্ঞান পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন।

শাহানা হানিফ প্রশিক্ষণার্থীদের উপস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দিতে গিয়ে বলেন, ‘বর্তমান তথ্য প্রযুক্তির যুগে কম্পিউটার ব্যবহার জানা সবার জন্য অপরিহার্য। শনিবার ও রোববারে এ কাজটি প্রশংসার দাবি রাখে।’

আম্বিয়া বেগম বলেন, ‘নিজ অর্থায়নে প্রতিষ্ঠানটি চালিয়ে যাচ্ছেন যদিও খুবই কষ্টসাধ্য ও চ্যালেঞ্জিং। বহু প্রতিকূলতা আর সংগ্রামের ফসল এ ইডিপি; যা নিইউয়র্ক স্টেটের আইন কানুন মেনে প্রতিষ্ঠা করেন। কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে ডিজিটালাজেশনের যুগে শিক্ষার্থীরা শিখতে পারছেন বহু অজানা বিষয়।’