বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

শিরোনাম

নিউইয়র্কে জমকালো পিঠা উৎসব করল শো’টাইম মিউজিক

শুক্রবার, জানুয়ারী ২০, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: শো’টাইম মিউজিকের উদ্যোগে নিউইয়র্কে জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব। সোমবার (১৫ জানুয়ারি) দিনব্যাপী পিঠা উৎসবে নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে বিপুল প্রবাসী বাংলাদেশির উপচেপড়া ভিড় ছিল। অনুষ্ঠান মঞ্চে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। পিঠার স্বাদ ও মঞ্চের পরিবেশনায় উৎসবজুড়ে তৈরি হয় বাঙালির চিরচেনা ভিন্ন এক আবহ।

পিঠা উৎসবের বিভিন্ন স্টলে ছিল বাংলাদেশের গ্রামবাংলার ঐতিহ্যবাহী পুলি, ভাপা, চিতই, পাটিসাপটা, মাংস পিঠা, নকশা, পাকন, শামুক, ডিম, মিঠা, ক্ষীরপুলি, নারিকেল পুলি, আনারকলি, দুধসাগর, সন্দেশ প্রভৃতি নামে অর্ধশতাধিক পিঠার সমারোহ।

কামরুজ্জামান বাবুর উপস্থাপনায় মঞ্চের পরিবেশনায় ছিল নৃত্য ও সঙ্গীত। সঙ্গীত শিল্পী আলী মাহমুদ, চন্দন চৌধুরী, শাহ মাহবুব, কামরুজ্জামান বকুল, নীলিমা শশী, শাহরীন সুলতানা, মরিয়ম মারিয়া, লিমন চৌধুরী, শামীম সিদ্দিকী, মাহজাবিন মেহা, সেলিম ইব্রাহিমের গানে মুগ্ধ হন আগত প্রবাসীরা।

পিঠা উৎসবে প্রধান অতিথি ছিলেন চিকিৎসক চৌধুরী সারোয়ারুল হাসান। উৎসবের উদ্বোধন করেন ব্যবসায়ী নূরুল আজিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শোটাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম। শুভেচ্ছা বক্তব্য দেন ওয়াশিংটন ইউনিভার্সিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবু বকর হানিপ, চলচ্চিত্র অভিনেতা আহমেদ শরীফ, রাজনীবিদ ও ব্যবসায়ী গিয়াস আহমেদ, কমিউনিটি লিডার নাসির আলী খান পল, মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার, কমিউনিটি অ্যাক্টিভিস্ট কাজী আজম, মাসুদ সিরাজী। উপস্থিত ছিলেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট রাব্বী সৈয়দ, লায়ন আহসান হাবিব, সাইফুল ইসলাম ও হাসান জিলানি।

পিঠা উৎসবের গ্র্যান্ড স্পন্সর ছিলেন শাহনেওয়াজ, গিয়াস আহমেদ, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও রিয়েল এস্টেট ব্যবসায়ী মইনুল ইসলাম, ববসায়ী আমির হোসেন কামাল, বিলাল চৌধুরী, দুলাল বেহেদু ও মোশাররফ মিয়া। পিঠা উৎসবের আয়োজনে সহযোগিতায় ছিলেন আশা হোমকেয়ারের প্রেসিডেন্ট আকাশ রহমান।

অনুষ্ঠানে আয়োজকরা প্রবীণ কমিউনিটি লিডার নাসির আলী খান পলের সম্মানে তার জন্মদিনের কেক কাটেন।