শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

নিউইয়র্কে ট্রেন-বাস ভাড়া ও টোল বৃদ্ধির প্রস্তাব

বুধবার, ডিসেম্বর ৭, ২০২২

প্রিন্ট করুন

নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে ট্রেন ও বাস ভাড়া এবং টোল বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। বাস ও ট্রেনের ভাড়া শতকরা পাঁচ দশমিক পাঁচ ভাগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রোপলিটন ট্রানজিট অথরিটি (এমটিএ)। তবে প্রস্তাবের ফলে যাত্রীদের নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ভাড়া বাড়ানের প্রস্তাব কার্যকর হলে এক বার বাসে বা ট্রেনে ওঠার জন্য বর্তমান ভাড়া দুই ডলার ৭৫ সেন্টস থেকে বৃদ্ধি পেয়ে হবে দুই ডলার ৯০ সেন্টস। ভাড়া শতকরা পাঁচ দশমিক পাঁচ বৃদ্ধি কার্যকর হবে সাপ্তাহিক বা মাসিক আনলিমিটেড কার্ডের দামের ক্ষেত্রেও। তবে এ ভাড়া বাড়ানোর ফলে এমটিএ এর বাজেট ঘাটতির পূরণ হবে না। 

এমটিএর চেয়ারম্যান জানো লাইবার গণ মাধ্যমকে বলেছেন, ‘ভাড়া বাড়াতে আমরা চাই না। সে ক্ষেত্রে সিটি, স্টেট ও ফেডারেল সরকারের আইন প্রণেতাদের এগিয়ে আসতে হবে। তাদের অনুদান ছাড়া বাস বা ট্রেনের চাকা চালু রাখা সম্ভব নয়।’ 

এমটিএ এর কর্মকর্তারা আগামী ২১ ডিসেম্বর ফের সভায় করবেন। সভায় ভাড়া বাড়ানোর প্রস্তাব ও ২০২৩ এর বাজেট অনুমোদন হবে।

অন্য দিকে, ব্রিজ ও হাইওয়ের টোল শতকরা পাঁচ ভাগ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।