নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রথম বারের মত লাইভ কনসার্টে পারফর্ম করেছেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ন্যান্সি। রোববার (৮ অক্টোবর) কুইন্সের ওয়েক্সফোর্ড টেরাস্থ দ্যা ম্যারি লুইস একাডেমিতে ‘ন্যান্সি লাইভ ইন কনসার্ট’ শীর্ষক এ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নিজের জনপ্রিয় গানগুলো পরিবেশন করে দর্শকদের মাতিয়ে রাখেন এ সঙ্গীতশিল্পী। কনসার্টে প্রবাসী বাঙালিরা ন্যান্সির গানে মুগ্ধ হোন। শোটাইম মিউজিক এ কনসার্টের আয়োজন করে।
কনসার্টে একে একে ‘আকাশে কান পেতে শুনি, এই বুঝি ডাকছ তুমি,’ ‘বাহির বলে দূরে থাক’, ‘তোমাকে ছাড়া কি নিয়ে থাকব’, ‘এত দিন কোথায় ছিল’, ‘আমি তোমার মনের ভেতর, এক বার ঘুরে আসতে চাই’ এর মত সাড়া জাগানো ও শ্রোতাপ্রিয় গানগুলো পরিবেশন করেন ন্যান্সি।
অনুষ্ঠানের এক ফাঁকে আয়োজকদের পক্ষ থেকে ন্যান্সির হাতে সম্মাননা স্মারক তুলে দেন নিউইয়র্কের রিয়েলটর নুরুল আজিম। অন্য দিকে, ন্যান্সির কাছ থেকে বিশেষ সম্মানা গ্রহণ করেন নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী বাংলা ট্রাভেলসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেলায়েত হোসেন।
এ সময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নি মঈন চৌধুরী, নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামের এশিয়া বিষয়ক উপদেষ্টা ফাহাদ সোলায়মান, সিপিএ মোহাম্মদ চিশতী, কণ্ঠশিল্পী বেবি নাজনীন ও রিজিয়া পারভীন, বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন ইউএসএ ইনকের সভাপতি জাহাঙ্গীর কবির বাবলু।
কনসার্টের সার্বিক তত্বাবধানে ছিলেন শোটাইম মিউজিকের সিইও আলমগীর খান আলম।