নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটস এলাকায় অনুষ্ঠিত হলো প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে ‘বাংলাদেশ ডে প্যারেড’।
রোববার (১৩ এপ্রিল) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৬৫টি সংগঠনের হাজারো প্রবাসী এতে অংশ নেন। ৬৯ স্ট্রিট থেকে শুরু হয়ে ৩৭ অ্যাভিনিউ হয়ে ৮৭ স্ট্রিট পর্যন্ত প্যারেডটি অগ্রসর হয়। লাল-সবুজের পতাকা ও যুক্তরাষ্ট্রের পতাকা হাতে নিয়ে প্রবাসী তরুণ-তরুণীরা নেচে-গেয়ে বিজয়ধ্বনিতে গোটা এলাকা প্রকম্পিত করেন।
প্যারেডের শুরুতে উপস্থিত ছিলেন নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস, স্টেট সিনেটর জন ল্যু, স্টেট অ্যাসেম্বলিম্যান জোহরান মামদানীসহ অন্যান্য নির্বাচিত জনপ্রতিনিধিরা। তারা এই আয়োজনে অংশগ্রহণ করে প্রবাসী বাংলাদেশিদের ঐক্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রশংসা করেন।
‘হিউম্যানিটি অ্যাম্পাওয়ারমেন্ট রাইটস ফাউন্ডেশন’-এর সহযোগিতায় প্যারেডের সামগ্রিক দায়িত্বে ছিল ‘বাংলাদেশ সোসাইটি’। চমৎকার আবহাওয়ায় প্যারেড অনুষ্ঠিত হওয়ায় প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানান বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম।
এই প্যারেডের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা বহুজাতিক সমাজে নিজেদের অবস্থানকে আরও জোরালোভাবে প্রদর্শন করেছেন। স্থানীয় বাসিন্দারাও বাঙালিদের এই সুশৃঙ্খল ও বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ হয়ে অভিবাদন জানান।