নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: রমজানের প্রতিদিনই মসজিদে ইফতার বিতরণ করছেন নিউইয়র্কের কুইন্স ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এটর্নী মঈন চৌধুরী। গত ৩ বছর ধরে রোজাদার মুসল্লির মধ্যে ইফতার পরিবেশনের এ কর্মসূচি হাতে নিয়েছেন ইমিগ্রেশনে বিশেষ পারদর্শী এই এটর্নী। নিউইয়র্কের পাশাপাশি জন্মভূমি হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার কাটিহারা গ্রামে প্রতিষ্ঠিত ‘আলহাজ্ব এ মতিন চৌধুরী জামে মসজিদ’-এ একই কর্মসূচি চলছে।
মঈন চৌধুরীর এ কার্যক্রম মুসল্লীদের মাধ্যমেই কম্যুনিউটিতেও ব্যাপক সাড়া জাগিয়েছে।
এ প্রসঙ্গে আমেরিকান ইন্টারন্যাশনাল বার এসোসিয়েশনের পরিচালক মঈন চৌধুরি বলেন, ‘রোজাদারকে ইফতার পরিবেশনের কাজটিকে আমি এবাদত বলে মনে করি। আমার বাবাও এসব করতেন। তা দেখে অনেক আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম যে, কখনো যদি আর্থিক স্বচ্ছ্বলতা আসে তাহলে আমিও তা করবো। সৃষ্টিকর্তা সেই তৌফিক দিয়েছেন।’
ইফতার বিতরণ করা হয়েছে ব্রুকলিনের বাংলাদেশ মুসলিম সেন্টার জামে মসজিদ, মসজিদ আল হেরা, উডসাইডের বাইতুল জান্নাহ জামে মসজিদ, দারুল ওয়াহিদ জামে মসজিদে, হযরত (রা.) বেলাল জামে মসিজদ, রিয়াযুল জান্নাহ মসজিদ।
মঈন চৌধুরী উল্লেখ করেন, লাখাই উপজেলার কাটিহারা গ্রামে সর্বাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত একটি মসজিদ বাবার নামে নির্মাণ করেছি। সেখানে আমার ছোটভাই নিউইয়র্কের সিপিএ এবং সমাজকর্মী ওয়াসি চৌধুরীরও অবদান রয়েছে। সেই মসজিদেও প্রতিদিনই মুসল্লীগণের মধ্যে ইফতার বিতরণের ব্যবস্থা রয়েছে। এছাড়া, ২০১৪ সাল থেকে লাখাই উপজেলার সকল মসজিদের ইমাম-মুয়াজ্জিনকে হাদিয়া প্রদানের ব্যবস্থাও রয়েছে।
মঈন চৌধুরী বলেন, ‘নিউইয়র্কের কর্মসূচি শুরু হয়েছে আবু হুরায়রা মসজিদ থেকে। মৃত স্বজনের আত্মার মাগফেরাত কামনায় প্রতিটি ইফতারিতে দোয়া-মোনাজাত হচ্ছে। আল্লাহর রহমত অব্যাহত থাকলে বাকি জীবনটাও একইভাবে কাটাতে চাই।’