শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

নিউ জার্সিতে মসজিদের সামনে ইমামকে গুলি করে খুন

বৃহস্পতিবার, জানুয়ারী ৪, ২০২৪

প্রিন্ট করুন

ন্যুয়ার্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে মসজিদের বাইরে এক ইমামকে গুলি করে খুন করা হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) সকাল ছয়টার দিকে এ ঘটনা ঘটে। খবর দ্য গার্ডিয়ানের।

নিহত ওই ইমামের নাম ইমাম হাসান শরিফ। তাকে ন্যুয়ার্ক শহরের মসজিদ-মুহাম্মদ-নেওয়ার্কের বাইরে গুলি করা হয়।

নেওয়ার্কের পাবলিক সেফটি ডিরেক্টর ফ্রিটজ ফ্রেগ বিবৃতিতে বলেন, ‘ইমাম শরিফকে কাছের ইউনিভার্সিটি হাসপাতালে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়। পরে তিনি সেখানেই মারা যান।’

তবে এ ঘটনার কয়েক ঘণ্টা পরও পুলিশ হামলাকারীকে গ্রেফতার করতে পারেনি। এছাড়াও, কী কারণে ইমামকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে, তা জানা যায়নি।

ফ্রিটজ ফ্রেগ জানান, ‘ঘটনার তদন্ত চলছে।’ তবে এ ব্যাপারে বিস্তারিত আর কোন তথ্য পাওয়া যায়নি।’

যুক্তরাষ্ট্রের বৃহত্তম মুসলিম নাগরিক অধিকার ও অ্যাডভোকেসি সংস্থা দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস ইন নিউ জার্সি এ ঘটনার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

ইমাম হাসান শরিফ ২০০৬ সাল থেকে নেওয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অফিসার (টিএসও) হিসেবেও কাজ করছিলেন।