শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

নিউইয়র্কে রিভারটেলের কার্যালয়ে আড্ডায় আর্টসেল

সোমবার, নভেম্বর ৪, ২০২৪

প্রিন্ট করুন

নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: প্রায় দুই মাস যুক্তরাষ্ট্র সফর করেছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডদল আর্টসেল। এ সময় তারা বিভিন্ন রাজ্যে প্রায় ২০টির মত কনসার্টে অংশ নেয়। সর্বশেষ গেল ২৬ রাতে দলটি কনসার্ট করেছে নিউইয়র্কের লং আইল্যান্ডে টেলিজ সেন্টারে। এর পূর্বের দিন ২৫ অক্টোবর রাতে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে রিভারটেল এক্সপেরিয়েন্স সেন্টারে আড্ডায় অংশ নেয়।

নিউইয়র্কে অনুষ্ঠিত সর্বশেষ কনসার্টের প্রধান পৃষ্ঠপোষক ছিল রিভারটেল ও ঠিকানা। এ আড্ডায় আর্টসেল ব্যান্ডদলের সদস্য ছাড়াও রিভালটেল ও ঠিকানা, আয়োজক প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ ও বিশিষ্ট সুধীজন উপস্থিত ছিলেন।

কনসার্টের আয়োজক গ্যালাক্সি মিডিয়ার কর্ণধার বদরুদ্দোজা সাগরের সঞ্চালনায় আড্ডায় শুভেচ্ছা বক্তব্য দেন রিভারটেলের ফাউন্ডার ও প্রধান প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রুহিন হোসেন, কনসার্টের অন্যতম আয়োজক দেশী মিডিয়ার কর্ণধার জামান মনির ও আর্টসেল ব্যান্ড দলের নেতা জর্জ লিঙ্কন ডি’কস্তা।

আড্ডায় আর্টসেলের সদস্যরা তাদের যুক্তরাষ্ট্র সফরের অভিজ্ঞতা তুলে ধরেন।