বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

শিরোনাম

নিউইয়র্কে সংগীতশিল্পী অনিমা রায়ের একক সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত

বুধবার, মে ৭, ২০২৫

প্রিন্ট করুন

নিউইয়র্ক: নিউইয়র্কে সংগীতশিল্পী অনিমা রায়ের একক সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৩ মে) সন্ধ্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউএসএর আয়োজনে আশা পার্টি হলে এই আয়োজনটি সম্পন্ন হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে অনিমা রায় ২১টি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন।

অনিমা রায় অনুষ্ঠান শুরু করেন “আকাশভরা সূর্য-তারা” গান দিয়ে। এরপর একে একে পরিবেশন করেন “এসো এসো আমার ঘরে”, “ভালোবেসে সখী”, “কৃষ্ণকলি আমি তারেই বলি”, “আমার হিয়ার মাঝে”, “পুরানো সেই দিনের কথা”, “তোমার হলো শুরু আমার হলো সারা”, “যদি তোর ডাক শুনে কেউ না আসে”, “আকাশ আমায় ভরল আলোয়”সহ আরও বহু জনপ্রিয় গান।

শুধু গান নয়, অনিমা রায় প্রতিটি গানের পেছনের গল্প ও রবীন্দ্রনাথের ভাবনার দিকগুলোও তুলে ধরেন।

তিনি বলেন, ‘রবীন্দ্রনাথের গান শুধু সুর নয়, একেকটি গান যেন একেকটি দর্শন। কোনটি প্রকৃতিকে নিয়ে, কোনটি ভালোবাসা বা ঈশ্বরকে ঘিরে, আবার কোন গান সমাজ ও রাজনীতির দিক নির্দেশ করে।’

‘আমরা সবাই রাজা’ গানটির মধ্যেও কবি বিশ্ব রাজনীতির গভীর দিক ফুটিয়ে তুলেছেন।’

অনিমা রায়ের কথায় ও সুরে দর্শকরা যেন রবীন্দ্রনাথকে নতুনভাবে উপলব্ধি করেন।

শিল্পীর পরিবেশনায় কাদম্বরী দেবী, রানু মুখার্জী, নলিনী, আনা তড়খড়, ভিক্টোরিয়া ওকাম্পোর মতো রবীন্দ্রজীবনের নানা নারী চরিত্র যেন জীবন্ত হয়ে উঠেছিল।

অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন সাদিয়া খন্দকার।