শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

নিউইয়র্কে সাপ্তাহিক আজকালের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বুধবার, নভেম্বর ১, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রঙ্গিন আয়োজনে সাপ্তাহিক আজকালের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে গেল ২০ অক্টোবর কুইন্সের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক সিটির মেয়র মেয়র এরিক অ্যাডামস। উপস্থিত ছিলেন সাপ্তাাহিক আজকালের সম্পাদক ও প্রকাশক শাহ নেওয়াজ, ব্যবস্থাপনা সম্পাদক রানো নেওয়াজ এবং তাদের সন্তান সাদিয়া নেওয়াজ ও সাদমান নেওয়াজ।

আজকাল পরিবারের পক্ষে বক্তব্য দেন মনজুর আমেদ, আবু বকর সিদ্দিক। শুভেচ্ছা বক্তৃতা করেন স্টেট সিনেটর জন ল্যু, এসেম্বলিওম্যান জেনিফার রাজকুমার, এরিক এডামসের উপদেষ্টা দিলীপ চৌহান ও হাইরাম মনসুরাত।

অনুষ্ঠানের শুরুতেই কুরআন থেকে তেলোয়াত করেন মোহাম্মদ শহিদুল্লাহ। এরপর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে এরিক এডামস বাংলাদেশি কমিউনিটির প্রশংসা করে বলেন, ‘আপনাদের রুটকে নিশ্চয়ই ভুলবেন না। আমেরিকান বাংলাদেশি নয়। আপনারা বলবেন, বাংলাদেশি আমেরিকান। আপনার রুটকে বুকে ধারন করেই আপনি আমেরিকান। বাংলাদেশি কমিউনিটি পরিশ্রমী, তাদের স্বপ্ন বাস্তবায়ন পরিশ্রমেই, তারা কখনোই সারেন্ডার করে না। স্বপ্নকে তারা পরিত্যাগ করে না। তারা ফেইথ ও ফ্যামিলিতে বিশ্বাস করে। এর সব আমিও বিশ্বাস করি। এই কমিউনিটি সামনের দিকে এগিয়ে যাবেই।

বিভিন্ন সেক্টরে অবদান রাখার জন্য কমিউনিটির ১১ জন ব্যক্তিকে অনুষ্ঠানে ক্রেস্ট দেয়া হয়। তারা হলেন এটর্নি মইন চৌধুরী, নুরুল আজিম, হারুন ভূঁইয়া, প্রকৌশলী মাহফুজুল হক, শাহ জে চৌধুরী, রকি আলিয়ান, নুরুল আমিন বাবু, মাসুদ রানা, বেলায়েত হোসেন ও মোহাম্মদ সাইফ উল্লাহ নাগরা।

শাহ নেওয়াজকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানায় নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাব, বাংলাদেশ আমেরিকান প্রেস ক্লাব, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, জাতীয়তাবাদী দল বিএনপি ও জাতীয় পার্টি নেতারা।

অনুষ্ঠানে গান করেন সঙ্গীত শিল্পী বাদশা বুলবুল, রানো নেওয়াজ, মোস্তফা অনিক রাজ। নাচেন মাইশা ও তার সহশিল্পী।

অনুষ্ঠানে কমিউনিটি নেতা, ব্যবসায়ী, শিল্পীর মধ্যে উপস্থিত ছিলেন মোর্শেদ আলম, ফকরুল আলম, নাঈমা খান, নাসির আলী খান পল, মোহাম্মদ হোসেন খান, বেবি নাজনীন, রিজিয়া পারভীন, মোহাম্মদ আলী, আলী ইমাম, নিশান রহিম, আমিন মেহেদি, মইনুল হক চৌধুরী, আকাশ রহমান, আহসান হাবিব, ফকরুল ইসলাম দেলোয়ার, আনাফ আলম, সুব্রত বিশ্বাস, শাহাবুদ্দিন, কবি কাজি আতিক, আহমাদ মাযহার, সেলিম হোসেন, শিরীন বকুল, রেখা আহমেদ, অধ্যাপিকা হোসনেয়ারা, রিমি রুম্মান, এবিএম সালেহ উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস নাজমী, রাজিয়া নাজমী, ফকির ইলিয়াস, জিল্লুর রহমান জিল্লু, জসিম ভূঁইয়া, পারভেজ সাজ্জাদ, কাজী আজম, আবু সাইয়িদ, মোহাম্মদ আলম নমি, এএফএম জামান, গিয়াস উদ্দিন, সাইফুর রহমান খান হারুন, শাহাদত হোসেন রাজু, আব্দুর রহমান, আবু তালেব চান্দু, আব্দুর রহিম বাদশা, আশরাফুজ্জামান, মোর্শেদা জামান, সিরাজ উদ্দীন সোহাগ, সাদেক শিবলী, শামীম আহমেদ, ফজলে রাব্বি, রেজা রশীদ, আব্দুর রশিদ বাবু, আলমগীর খান আলম, প্রকৌশলী আব্দুল খালেক, চন্দ্রা রায়, গোপাল স্যান্নাল।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মনজুর আহমেদ, ফজলুর রহমান, কাজি শামসুল হক, আবু তাহের, নাজমুল আহসান, সাখাওয়াত হোসেন সেলিম, মনোয়ারুল ইসলাম, মোহাম্মদ সাইয়িদ, ইব্রাহিম চৌধুরী খোকন, দর্পন কবির, মিজানুর রহমান, হাসানুজ্জামান সাকি, সাহাবুদ্দিন সাগর, আদিত্য শাহিন, রাশেদ আহমেদ, শওকত ওসমান রচি, শামীম আহমেদ, সঞ্জীবন সরকার, নিহার সিদ্দিকী, মনজুরুল হক, ইমরান আনসারি, আবুল কাশেম, তোফাজ্জল লিটন, শাহ ফারুক, মশিউর রহমান মজুমদার, সাদিয়া খোন্দকার, সৌরভ আহমেদ, আব্দুল হামিদ, মোস্তফা অনিক রাজ, বেলাল আহমেদ, এমবি তুষার, রওশন হক, জলি আহমেদ, আফরোজা ইসলাম, শেলি জামান খান।