নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হয়ে গেল ইতিহাস-ঐতিহ্য উদযাপনী সমাবেশ ‘বাংলাদেশি হেরিটেজ সেলিব্রেশন’।
বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় কুইন্স বরো হলের মিলনায়তনে এ আয়োজন করেন বরো প্রেসিডেন্ট রিচার্ড ডনোভান।
রিচার্ড ডনোভান বলেন, ‘কুইন্স হচ্ছে এক বৈচিত্র্যময় বরো, যেখানে ১৯১টি দেশের মানুষ ৩৬০টি ভাষায় কথা বলেন। এই বৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ বাংলাদেশের মানুষ। কঠোর পরিশ্রম, সাংস্কৃতিক ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতিতে বাংলাদেশিরা অনন্য ভূমিকা রাখছেন।’
তিনি আরও বলেন, ‘বাংলাভাষীরা ভাষার জন্য রক্ত দিয়েছেন- তাদের সংগ্রামের পথ বেয়ে এসেছে স্বাধীনতা। এই ইতিহাস আমাদের বহুভাষিক সমাজে মতপ্রকাশের স্বাধীনতাকে আরও দৃঢ় করে তোলে। আমি গভীর শ্রদ্ধা জানাই সব বাংলাদেশির প্রতি।’
কমিউনিটি কর্মী সাবিনা হাই উর্বির সঞ্চালনায় উৎসবে স্থানীয় প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
শুরুতেই পরিবেশিত হয় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত। এতে অংশ নেন ‘বহ্নিশিখা সঙ্গীত নিকেতন’-এর শিল্পীরা।
কমিউনিটির উন্নয়ন ও কল্যাণে অবদান রাখায় সম্মাননা পদক দেওয়া হয় জেবিবিএ ও আমেরিকা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট গিয়াস আহমেদ, নর্থওয়েল হেলথ’র ফিজিশিয়ান পার্টনার ভোলানাথ বনিক এবং নিরাপদ সড়ক আন্দোলনের নেতা লিজি রহমানকে। তাদের হাতে সম্মাননা পদক তুলে দেন রিচার্ড ডনোভান।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন নিউইয়র্ক স্টেট সিনেটর জেলনর মাইরি। মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বক্তব্য দেন আব্দুল মুকিত চৌধুরী।
আয়োজনে বাঙালি রসনায় আপ্যায়নের পাশাপাশি পরিবেশিত হয় গান ও নাচ। ‘বহ্নিশিখা সঙ্গীত নিকেতন’-এর প্রধান সবিতা দাসের নেতৃত্বে অংশ নেন রুনা রায়, শাকিলা রুনা, ফার্জিন আহমেদ স্বর্ণা ও ‘নীলা ড্যান্স একাডেমি’র নৃত্যশিল্পীরা।