নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে (এনওয়াইপিডি) লেফটেন্যান্ট হিসেবে পদোন্নতি পেয়েছেন নোয়াখালীর সন্তান রাজুব ভৌমিক।
সোমবার (২৩ ডিসেম্বর) বাহিনীর সদর দপ্তরে তার হাতে পদোন্নতির সনদ তুলে দেন এনওয়াইপিডির কমিশনার জেসিকা টিশ।
যুক্তরাষ্ট্রের সবচেয়ে পুরনো পৌর পুলিশের একটি এনওয়াইপিডিতে কর্মকর্তা হিসেবে রাজুব কাজ শুরু করেন ২০১২ সালে। এনওয়াইপিডিতে তার দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের সেবায় তিনি পুলিশের প্রতি জনগণের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পুলিশ বাহিনীতে তার এই নতুন দায়িত্ব পালনের মাধ্যমে রাজুব ভৌমিক আরও বৃহত্তর পরিসরে জনগণের সেবা করবেন বলে আশা প্রকাশ করেছেন তার সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সন্ত্রাস দমন ইউনিটে দক্ষতা ও সাহসিকতার পরিচয় দেওয়া এই বাংলাদেশি কর্মজীবনের বেশিরভাগ সময় ব্রঙ্কস এলাকায় দায়িত্ব পালন করেছেন। এর আগে ২০২১ সালে তিনি সার্জেন্ট হিসেবে পদোন্নতি পান।
রাজুব ভৌমিক অভিনেতা ও লেখক হিসেবেও সুপরিচিত। তার অভিনীত সিনেমা ‘পাশা’ সম্প্রতি অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে। তার লেখা কবিতার বই ‘যে ছায়ায় সূর্য হাসে’ প্রকাশিত হবে আগামী একুশে বইমেলায়।
বিভিন্ন ভাষায় প্রকাশিত তার বইয়ের সংখ্যা পঁচিশেরও বেশি। সিটি ইউনিভার্সিটি অব নিউইর্য়কে তার তিনটি পাঠ্যপুস্তক নিয়মিত পড়ানো হয়।