নিউিইয়র্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ডিস্ট্রিক্ট ২৫ এর কাউন্সিলম্যান শেখর কৃ্ষ্ণানের নির্বাচনী ক্যাম্পেইন ৩০ এপ্রিল সকাল থেকে শুরু হয়েছে। আগামী ২৭ জুন কাউন্সিলম্যানের পূনঃনির্বাচনী ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আগাম ভোট গ্রহণ (আর্লি ভোটিং) চলবে ১৭-২৫ জুন পর্যন্ত।
কুইন্সের ৩৪ এভিনিউর ৭৯ স্ট্রিট ও ৮০ স্ট্রিটের চৌমোহনায় ‘ফাইট ফর আওয়ার ফিউচার’ শীর্ষক লিফলেট বিতরণের ক্যাম্পেউন উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন কুইন্স কমিউনিটি বোর্ড ডিস্ট্রিক্ট ৪ এর সদস্য আবুজাফর মাহমুদ।
তিনি বলেছেন, ‘শেখর কৃষ্ণান আমাদের মানুষ। আমেরিকান সমাজে তিনি আমাদের দক্ষিণ এশীয় প্রতিনিধি। বাংলাদেশি আমেরিকানদের অতি আপনজন। তার আসন্ন পূনঃনির্বাচনের ক্যাম্পেইন সূচনায় বাংলাদেশ কমিউনিটি থেকে তার প্রতি আমাদের আশির্বাদ ও সমর্থন রয়েছে।’
অনুষ্ঠানে জাফর মাহমুদের সাথে ছিলেন বাংলাদেশি কমিউনিটির মিলন রহমান। শেখর কৃষ্ণানের সাথে ছিলেন কুইন্স কমিউনিটি বোর্ড ৩ এর সদস্য ডন সিফ, কাউন্সিলম্যানের ক্যাম্পেইন ম্যানেজার জেস মন্টগোমেরি ও তার চীফ অফ স্টাফ চাক পার্ক।
আবু জাফর মাহমুদ বলেন, ‘লিফলেট বিতরণ দিয়ে যে পূননির্বাচনী প্রচারণা শুরু হল, তা অনেক বেশি তাৎপর্যপূর্ণ। বিশেষ করে প্রতিটি বাংলাদেশি আমেরিকানের কাছে এর গুরুত্ব সবচেয়ে বেশি। শেখর কৃষ্ণান হচ্ছেন এমন একজন জনপ্রতিনিধি, যিনি বাংলাদেশি কমিউনিটির জন্য সবচেয়ে আন্তরিক। গেল ২৬ মার্চ স্বাধীনতা দিবসে তিনি বাংলাদেশকে দিয়েছেন অসাধারণ উপহার। জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটের নামকরণ করেছেন ‘বাংলাদেশ স্ট্রিট’। নামফলক উন্মোচনের সময় উচ্ছ্বসিত বাংলাদেশিরা তাকে কাঁধে তুলে নিয়েছিলেন। তার মুখে তখন ধ্বনিত হচ্ছিল ‘বাংলাদেশ, বাংলাদেশ’। সেই ঐতিহাসিক ছবিটিই মূর্ত হয়ে উঠেছে তার ক্যাম্পেইনের প্রথম লিফলেটে।’
লিফলেটে আগামীর পূণঃনির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে শেখর যে বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়েছেন, তার মধ্যে রয়েছে- জনস্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি ও সবার জন্য আরো মানসম্পন্ন স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, পার্ক, খোলা প্রাঙ্গণ ও খেলার মাঠের জায়গা বাড়ানো ও উন্নয়ন, শিশু সেবা থেকে শুরু করে পাবলিক স্কুল, নিউইয়র্ক সিটি ইউনিভার্সিটি ও বয়স্ক সেন্টারের জন্য তহবিল সংগ্রহ এবং নাগরিকদের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করা। এ ক্ষেত্রে, মানসিক স্বাস্থ্য, আবাসন, নিরাপদ সড়ক ও তরুণদের বিভিন্ন কর্মসূচির দিকে বিশেষ দৃষ্টি দেয়া হবে।
শেখর তার কর্মসাফল্যের যে জায়গাগুলো সামনে এনেছেন, তার মধ্যে রয়েছে জ্যাকসন হাইটসের ৭৩স্ট্রিটকে বাংলাদেশ স্ট্রিট নামকরণ, এল্মহার্স্ট হাসপাতালে নিউ ইনফেকশাস ডিজিস ক্লিনিক স্থাপন, পাঁচটি পাবলিক স্কুলের সামনে নিরাপদ ক্রীড়া সড়ক স্থাপন, প্রথম বারের মত ট্রেভার্স পার্কে ‘পাবলিকডগ রান’ স্থাপন, লিটিল থাইল্যান্ড ওয়ে স্থাপন।
বলে রাখা ভাল, নিউইয়র্কের কুইন্স ব্যরোর আওতাধীন ডিস্ট্রিক্ট ২৫ এর নির্বাচিত কাউন্সিলনম্যান শেখর কৃষ্ণান। তার নির্বাচনী এলাকা জ্যাকসন হাইটস, এল্মহার্স্ট ও উডসাইট নিয়ে গঠিত। শেখর কৃ্ষ্ণান ধর্ম ও মতের উর্ধে থেকে মানবতা ও ভালাবাসাকেই সবচেয়ে গুরুত্ব দিয়ে আসছেন।তার ২৫ ডিস্ট্রিক্ট আওতাধীন এলাকার বাংলাদেশি আমেরিকান মুসলিম কমিউনিটির সাথে তার অন্তরঙ্গ যোগাযোগ রয়েছে। এখানকার মসজিদ ও ইসলামিক সেন্টারগুলোর প্রত্যাশা প্রাপ্তি ও প্রয়োজনীয়তার বিষয়গুলো অত্যন্ত আন্তরিকতার সাথে মূল্যায়ন করেন তিনি। সম্প্রতি তিনি জ্যাকসন হাইটস ইসলামীক সেন্টার ও মস্কে গিয়ে মুসুল্লিদের সাথে নানা বিষয় নিয়ে আলোচনা করেন। গেল ১৭ এপ্রিল জ্যাকসনহাইটসের পিএস ৬৯ এ তার দেয়া ইনক্লুসিভ ইফতার ও ইন্টার ফেইথ ডিনার অনুষ্ঠানে ওই মসজিদের খতিব মাওলানা আব্দুস সাদিককে বিশেষ সম্মাননা দেয়া হয়।