শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫

শিরোনাম

নিউইয়র্ক সিটি হাউজিং অথোরিটি বাংলাদেশী-আমেরিকান কর্মকর্তাদের ফ্যামিলি নাইট উদযাপন

শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: ফ্যামিলি নাইট উদযাপন করেছে নিউইয়র্ক সিটি হাউজিং অথোরিটি বাংলাদেশী-আমেরিকান কর্মকর্তারা। শনিবার (২১ ডিসেম্বর) জ্যামাইকার তাজমহল পার্টি হলে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের কর্মকর্তাদের পরিবার ও পরিজনসহ দুই শতাধিক মানুষ অংশ নেন। গল্প, গান, ছড়া, বক্তৃতা ও নৃত্যের পরিবেশনায় অনুষ্ঠানটি বাঙালি উৎসবে পরিণত হয়েছিল। নানা রকমের সুস্বাদু বাঙালি খাবারও পরিবেশিত হয়।

উদযাপন কমিটির আহ্বায়ক কামাল হোসেন মিঠুর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. আসাদুজ্জামান ও সুব্রত তালুকদারের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সৈয়দ রহমান মিজান, ফরিদা ইসলাম, আইরীন ইয়াসমীন, রাশেদ মামুন, নাজমুল ইসলাম, ডালি আকতার, সলিম উল্লাহ চৌধুরী, শেখ শহীদ, সানাউল হক, আকতার হোসেন, মোহাম্মদ রহিম পলাশ, অনুপমা দেবনাথ, রিজওয়ানা রাশিদ, অবসরপ্রাপ্ত সাবেক কর্মকর্তা মীর মাহমুদ, কামাল আহমেদ, আতাউর চৌধুরী, মহসিন জামান, খন্দকার আমিরুল ইসলাম।

ছড়া পাঠ করে ছড়াকার মঞ্জুর কাদের।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোক্তার হোসেন, আবু কামাল, সুলতানা পারভীন, চন্দ্রনাথ পাল, লুবানা ইসলাম, মোহাম্মদ আজগর, দুর্জয় সাহা, সানিউর রহমান, মাহবুবুর রহমান, রাজিব আহমেদ, মোহাম্মদ আজাদ, লায়লা নাহার, নাসিমা হুদা, ইফাত, ফরিদা আক্তার, সুস্মিতা, মহসিন তানিম।

সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম পর্বে শিশু-কিশোরদের পক্ষ থেকে গান করেন স্বপ্নীল তালুকদার। হাউজিং অথরিটির কর্মকর্তাদের মধ্যে গান করেন সানাউল হক, নাজ কামাল, বাপ্পি সোম, শামীম রেজা ও চন্দ্রা রায়।

সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন সঙ্গীতশিল্পী কৃষ্ণা তিথি।

অনুষ্ঠানে কুরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ মহসিন জামান ও গীতা পাঠ করেন বিধান চন্দ্র পাল। তারপরেই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে সবাই শহীদদের আত্মার শান্তি কামনায় ও শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বক্তাদের বক্তব্যের মূল লক্ষ্যই ছিল বাংলাদেশী-আমেরিকান নিউইয়র্ক সিটি হাউজিং অথোরিটি কর্মকর্তাদেরকে নিয়ে একটি প্লাটফর্ম দাঁড় করানো।

বক্তারা বলেন, ‘আমাদের এই অনুষ্ঠানেই প্রমাণ করেছে আমরা সবাই এক ও অভিন্ন। সুতরাং, আমরা অচিরেই একটি সংগঠন গড়ার লক্ষ্য সবাইকে নিয়ে বসব।’