রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

শিরোনাম

নিউইয়র্কে বাংলাবাজার জামে মসজিদের জায়গা ক্রয়ে ফান্ডরেইজিং অনুষ্ঠান

সোমবার, আগস্ট ১৫, ২০২২

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: নিউইয়র্কের ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদের নতুন জায়গা ক্রয়ের জন্য ফান্ডরেইজিং অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৭ আগস্ট সন্ধ্যায় ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে এ ফান্ডরেজিং অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মসজিদ কমিটির সভাপতি আবদুস সবুরের সভাপতিত্বে ও মসজিদের ইমাম আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক লালন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মসজিদের ফান্ডরেজিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদার, উপদেষ্টা ফখরুল ইসলাম, নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টারের সাবেক খতীব মাশহুদ ইকবাল, সিংগেরকাচ আলীয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল একেএম আবদুন নুর, পার্কচেষ্টার জামে মসজিদের ইমাম জুবাইর রাশিদ, সাবেক খতীব মোহাম্মদ মঈনুল ইসলাম, শাহজালাল দারুস সুন্নাহ জামে মসজিদের সভাপতি ইবাদুর রহমান চৌধুরী।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন সিপিএ আহাদ আলী, উপদেষ্টা ইফতেখার সিরাজ, আলতাফ আলী, সহ সভাপতি মো. আহসান রাসুল নাসির, কোষাধ্যক্ষ ইকবাল হোসেন, সহ কোষাধ্যক্ষ মোহাম্মদ আবু সাঈদ, কার্যকরী সদস্য ওয়ালিউর রহমান, শামিম উদ্দিন, আক্তার খান রাজু, আজিজুল হক ও সোহেল চৌধুরী, ফান্ডরেজিং কমিটির সদস্য সোনার বলাই।

অনুষ্ঠানে মসজিদের কার্যকরী, উপদেষ্টা ও ফান্ডরেজিং কমিটি, মুসল্লীসহ সুধীরা উপস্থিত ছিলেন।

বক্তারা কোরআন ও হাদিসের আলোকে কাবা শরীফ, আল আকসা মসজিদসহ বিভিন্ন মসজিদ নির্মাণের বিস্ময়কর ঘটনা তুলে ধরে বলেন, ‘ইবাদত বন্দেগীর সর্বশ্রেষ্ঠ স্থান হচ্ছে আল্লাহর ঘর মসজিদ।’

বক্তারা নতুন জায়গায় বহুতল মসজিদ ভবণ নির্মাণের যৌক্তিকতা তুলে ধরে বলেন, ‘স্থান সংকুলানের অভাবে বর্তমানে মসজিদে জুমার নামাজে দুইটি পৃথক জামাত অনুষ্ঠিত হয়। এতেও স্থান সংকুলান না হওয়ায় মুসল্লীদের বাইরে জুমার নামাজ আদায় করতে হয়।’

তারা মসজিদ নির্মাণে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বিপুল সংখ্যক মুসল্লীর অংশগ্রহণে দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাশহুদ ইকবাল। মোনাজাতে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি গিয়াস উদ্দিনসহ দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণ কামনা করা হয়।

আবদুস সবুর ও লালন আহমেদ ফান্ডরেজিং অনুষ্ঠানকে সফল করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

তারা জানান, বাংলাবাজার জামে মসজিদের জন্য এক দশমিক ৫২৫ মিলিয়ন ডলার ব্যয়ে মসজিদ লাগোয়া পাঁচ হাজার স্কয়ারের খালি জায়গা ক্রয় চুক্তিপত্র সম্পন্ন হয়েছে। ব্রঙ্কসে বাঙালীদের অন্যতম ব্যবসায় কেন্দ্র স্টারলিং-বাংলাবাজার এলাকায় বেইজমেন্টসহ তিন তলার এ মসজিদ ভবনটিসহ ক্রয়কৃত খালি জায়গা নিয়ে সিটির অনুমোদন সাপেক্ষে পর্যায়ক্রমে বহুতল ভবন করার উদ্যোগ নেয়া হবে।