শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির ‘সম্মাননা’ পেলেন এফবিসিসিআইয়ের সভাপতি জসিম

সোমবার, সেপ্টেম্বর ২৬, ২০২২

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন নিউইয়র্ক রাজ্যের আইনসভার নিম্ন কক্ষ নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি থেকে ‘সম্মাননা’ পেয়েছেন।

মো. জসিম উদ্দিন হলেন প্রথম বাংলাদেশী ব্যবসায়ী নেতা; যিনি সমাজের উন্নতির জন্য তার অন্তহীন নিষ্ঠার মাধ্যমে কর্মজীবন, সম্প্রদায় ও পরিবারের জন্য অনুকরণীয় সেবা প্রদানের জন্য নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি থেকে সম্মাননা পেয়েছেন।

শনিবার (২৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত ইউএস-বাংলাদেশ সম্পর্কের ৫০ বছর উদযাপন অনুষ্ঠানে মো. জসিম উদ্দিন এ সম্মাননা নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি পররাষ্ট্র মন্ত্রী একে আব্দুল মোমেন।

জসিম উদ্দিন বলেন, ‘এ সম্মাননা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার দ্বার উন্মোচন করবে।’

তিনি যুক্তরাষ্ট্রের মূলধারার বাজারে বাংলাদেশের ব্যবসায়গুলোর প্রবেশ সহজ করতে সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্রে বসবাসরত তৃতীয় ও চতুর্থ প্রজন্মের বাংলাদেশীদের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান এবং এনওয়াইসি কোর্টের বিচারক সোমা সৈয়দ।