বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

নিউ জার্সিতে গ্যাস বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে মৃত এক ও আহত ১২

রবিবার, ডিসেম্বর ১১, ২০২২

প্রিন্ট করুন

দক্ষিণ সেন্ট হেলিয়ার, নিউ জার্সি, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের একটি অ্যাপার্টমেন্ট ব্লকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একজনের মৃত্যু ও অন্তত ১২ জন আহত হয়েছেন। শনিবার (১০ ডিসেম্বর) ভোরে অঙ্গরাজ্যের দক্ষিণ সেন্ট হেলিয়ারে এ ঘটনা ঘটে। খবরে ডেইলি মিররের।

দুর্ঘটনার পর খবর পেয়েই জরুরি সেবা সংস্থার কর্মীরা ঘটনাস্থালে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে।

বিস্ফোরণের পর প্রকাশিত কয়েকটি ছবিতে আকাশে ধোঁয়া উড়তে দেখা গেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, গ্যাস বিস্ফোরণের কয়েক ঘণ্টা আগেই ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়েছিল। 

ফায়ার সার্ভিসের এক বিবৃতিতে বলা হয়, ‘ভোরে পিয়ার রোডের হাউট ডু মন্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। এখনো অনেক বাসিন্দা নিখোঁজ রয়েছেন।’

দুর্ঘটনায় নিখোঁজদের পরিবারের সাথে কর্মকর্তারা সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বলে জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ‘আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে জরুরি পরিষেবা সংস্থাগুলো এখনো ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে। দুর্ঘটনা প্রবণ এলাকা ঘিরে ফেলা হয়েছে ও স্থানীয়দের ওই এলাকা এড়িয়ে চলতে নির্দেশ দেয়া হয়েছে।’