শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

নিউ জার্সিতে হিন্দু জৈন কালচারাল গ্রুপের ঘুড়ি ওড়ানো ও রং খেলার উৎসব

বৃহস্পতিবার, জুন ২২, ২০২৩

প্রিন্ট করুন

নিউ জার্সি, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউ জারসিতে হিন্দু জৈন কালচারাল গ্রুপ অব সাউথ জার্সির উদ্যোগে দিনব্যাপী ঘুড়ি ওড়ানো ও রং খেলার উৎসব হয়েছে। রাজ্যের গ্যালাওয়ে টাউনশীপে শনিবার (১৭ জুন) এ রঙ্গীন উৎসবের আয়োজন হয়। উৎসবে অতিথি ছিলেন নিউ জারসি রাজ্যের অ্যাসেম্বলিম্যান ডন গার্ডিয়ান, আটলানটিক কাউন্টির শেরিফ এরিক শেফলার, গ্যালাওয়ের কাউন্সিলম্যান মোহাম্মদ ঊমর, আটলানটিক সিটির কাউন্সিলম্যান আনজুম জিয়া, আটলানটিক সিটি স্কুল বোর্ডের সদস্য সুব্রত চৌধুরী, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জারসির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, কমিউনিটি ব্যক্তিত্ব গিয়াসউদদীন পাঠান।

উৎসবের দিন সকাল ১১টার পর থেকে বিভিন্ন বয়সী প্রবাসীরা রং-বেরংয়ের ঘুড়ি উড়িয়ে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠে। বিশেষ করে প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মত। মধ্যাহ্ন বিরতি শেষে উৎসবে অংশগ্রহণকারীরা মেতে ওঠে রং খেলায়। তারা গানের সুর মূর্ছনায় ডুবে একে অপরকে নানা রঙে রাঙিয়ে দেয়। উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে সবার মনপ্রাণ। আবাল-বৃদ্ধবনিতা এ রং খেলার উৎসবে যোগ দেন।

রংয়ের উৎসবে শিশু-কিশোরদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তারা একে অপরের গায়ে রং মেখে উচ্ছ্বাসে মেতে ওঠে। কেউ কেউ আবার রং গুলে বন্দুক পিচকারি দিয়ে রং ছেটাতে থাকে।

উৎসবে অংশগ্রহণকারী শ্বেতাঙ্গিনী কলেজ ছাত্রী অ্যাঞ্জেলিনা পুরো গালে রং মেখেছিল। অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘আমি মনে প্রাণে বিশ্বাস করি, রঙের প্রলেপে ঢেকে যায় মনের মলিনতা। আর, তাই মনের মলিনতা ঢাকতেই আমি রংয়ের খেলায় মেতে উঠেছি’।