সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

নির্বাচনে শেষ পর্যন্ত থাকব কিনা সঠিক বলতে পারছি না

মঙ্গলবার, জানুয়ারী ২, ২০২৪

প্রিন্ট করুন
গোলাম মোহাম্মদ কাদের

রংপুর সিটি: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘নির্বাচনে তার দল শেষ পর্যন্ত থাকবে কিনা- তা এই মুহূর্তে সঠিক করে বলতে পারছেন না। নির্বাচনে অংশ নিয়ে সরে যাওয়াটাও রাজনীতির জন্য সুখবর নয়। দেশের বহু আসন থেকে জাতীয় পার্টির প্রার্থীরা সরে যাচ্ছেন। নির্বাচনে শেষ পর্যন্ত থাকব কিনা তা সময় বলে দেবে।’

সোমবার (১ জানুয়ারি) দুপুরে রংপুর সিটির কাচারি বাজার কোর্ট এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

ভোটের পূর্ব মুহূর্তে দেশের পাঁচটি আসনে নির্বাচন থেকে কেন সরে দাঁড়িয়েছেন জাতীয় পার্টির প্রার্থীরা?- সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মোহাম্মদ কাদের বলেন, ‘দলের প্রার্থীদের প্রতি আমার একটা নির্দেশ আছে, যারা নির্বাচন করতে চান, করতে পারেন। নির্বাচন করতে না চাইলে- তাদের সে সিদ্ধান্ত নেয়ার স্বাধীনতাও রয়েছে।’

তিনি আরো বলেন, ‘বহু প্রার্থী নির্বাচনের শেষ পর্যন্ত থাকেন না, কেউ আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে প্রকাশ করেন, আবার কেউ ঘোষণা করেন না। কেউ এমনিতেই বসে যান।’

প্রার্থিতা প্রত্যাহারের কারণ সম্পর্কে জানতে চাইলে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘প্রার্থিতা প্রত্যাহার হুমকির কারণেও হতে পারে, অর্থের অভাবেও হতে পারে। বহু প্রার্থী অর্থশালী হয়ে থাকে না, অর্থের কারণেও অনেকে নির্বাচন থেকে সরে যায়।’

তবে নির্বাচনে অংশ নিয়ে ফের সরে যাওয়াটা ওই আসনের ভোটাররা ভালভাবে দেখে না মন্তব্য করে গোলাম কাদের বলেন, ‘নির্বাচন থেকে সরে গেলে প্রার্থীরা অন্য কারো প্ররোচনায় কিংবা সমর্থনে বা আতাত করে অথবা ভয়ে সরে গেছে- এমন একটা মেসেজ যায়।’