শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

নেটফ্লিক্সে সুপারহিট আনিয়া

বুধবার, জুন ২২, ২০২২

প্রিন্ট করুন

মার্কিন-আর্জেন্টাইন-ব্রিটিশ অভিনেত্রী আনিয়া টেইলর জয়। ২০১৫ সালে ফ্যান্টাসি সিরিজ ‘আটলান্টিস’ দিয়ে জয় করেন অগণিত দর্শকের হৃদয়। একই বছর হরর ফিল্ম ‘দ্য উইচ’ হিট করে। হালে নেটফ্লিক্স লিমিটেড সিরিজ ‘দ্য কুইনস গ্যামবিট’-এ কেন্দ্রীয় বেথ হারমোনের চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন। নেটফ্লিক্সে এ সিরিজে অভিনয়ের পর সত্যিই রানি বনে গেছেন আনিয়া। একঝলকে দেখে নিন ২৪ বছরের এ তরুণীর দারুণ কিছু আলোকচিত্র। ছবি : সংগৃহীত