শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

নেতা-কর্মীদের সিনেটর-কংগ্রেসম্যানদের সাথে যোগাযোগ বাড়াতে বললেন শেখ হাসিনা

শুক্রবার, সেপ্টেম্বর ২৯, ২০২৩

প্রিন্ট করুন

ভার্জিনিয়া, ওয়াশিংটন, মেরিল্যান্ড, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আপনারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় থাকেন, সেখানে নির্বাচিত প্রতিনিধি আছে, সিনেটররা আছে, কংগ্রেসম্যানরা আছে- আপনারা তাদের সাথে যোগাযোগ বাড়ান। বাংলাদেশ ও আওয়ামী লীগ সম্পর্কে ইতিবাচক তথ্য তুলে ধরুন।’

বুধবার (২৭ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া, ওয়াশিংটন, মেরিল্যান্ড স্টেট আওয়ামী লীগের যৌথ মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘বিএনপি-জামায়াত টাকা দিয়ে বিদেশিদের কিনে নিচ্ছে। আপনারা টাকা নয়, নৈতিকতা-আদর্শ দিয়ে বিদেশি নীতিনির্ধারণীদের সাথে সম্পর্ক গড়ে তুলুন।’

তিনি আরো বলেন, ‘সামনের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে, বাংলাদেশের মানুষের ওপর আস্থা আছে, বিশ্বাস আছে। তারা মনে করে, একমাত্র আওয়ামী লীগই পারে দেশের মানুষের ভাগ্য পরবর্তন করতে। ভোটের মাধ্যমে মানুষ সেই আস্থার প্রতিদান দেবে বলেই আমি বিশ্বাস করি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি এখন মিছিল করছে, সভা করছে। আমরা তাদের বাধা দিচ্ছি না। তারা তো ক্ষমতায় থাকতে অনেক টাকা কামিয়েছে, ওইগুলো তো কিছুটা শেষ করতে হবে। এখন তারা টাকা দিয়ে মানুষ ভাড়া করে মিছিল করছে।’

শেখ হাসিনা বলেন, ‘আমরা নির্বাচনী ইশতেহার প্রস্তুত করছি, আগামীতে আমাদের বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনোমি, স্মার্ট সোসাইটি ও স্মার্ট সিটিজেনের সমন্বয়ে গড়ে উঠবে স্মার্ট বাংলাদেশ। কেউ বাংলাদেশের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না।’