শনিবার, ০৫ অক্টোবর ২০২৪

শিরোনাম

ন্যান্সি পেলোসির বাড়িতে অনুপ্রবেশের ঘটনায় শেখ হাসিনার মনোবেদনা প্রকাশ

রবিবার, অক্টোবর ৩০, ২০২২

প্রিন্ট করুন
শেখ হাসিনা

ঢাকা: যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির বাড়িতে ভাঙচুর ও তার স্বামী পল পেলোসির ওপর সহিংস হামলার ঘটনায় সমবেদনা ও মনোবেদনা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৩০ অক্টোবর) ন্যান্সির কাছে পাঠানো একটি চিঠিতে তিনি বলেছেন, ‘আমি শুক্রবার (২৮ অক্টোবর) আপনার বাস ভবনে অনুপ্রবেশ ও আপনার স্বামী পল পেলোসির উপর সহিংস হামলার বিষয়ে জানতে পেরে গভীরভাবে দুঃখিত হয়েছি।’

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিনি বলেছেন যে, তিনি জানতে পেরেছেন যে, পলের দেহে অস্ত্রোপচার করা হয়েছে ও তিনি এখন সেরে ওঠছেন।’

শেখ হাসিনা আরো বলেন, ‘আমি ফের বলতে চাই যে, সন্ত্রাস, মৌলবাদ, সহিংস চরমপন্থা ও ঘৃণামূলক অপরাধের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ গণতন্ত্র, মানবতা ও সকলের শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে।’

প্রধানমন্ত্রী পাঠানো বার্তায় পল পেলোসির দ্রুত ও সম্পূর্ণ সেরে ওঠা এবং ন্যান্সি ও তার পরিবারের সদস্যদের জন্য একটি নিরাপদ জীবন কামনা করেছেন।