শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

ন্যান্সি পেলোসির স্বামীর ওপর আক্রমণ

শুক্রবার, অক্টোবর ২৮, ২০২২

প্রিন্ট করুন

সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া: যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসির ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন পল। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।

শুক্রবার (২৮ অক্টোবর) ক্যালিফোর্নিয়া রাজ্যের সান ফ্রান্সিসকো শহরে পেলোসি দম্পতির বাড়িতে হামলা চালানো হয়।

পেলোসির অফিস থেকে বলা হয়েছে, `এক হামলাকারী জোরপূর্বক বাড়িতে ঢুকে পড়ে ও পলের ওপর ‘সহিংস’ হামলা চালান।’

পেলোসির অফিস থেকে আরো বলা হয়েছে, ‘হামলাকারী এখন পুলিশি হেফাজতে রয়েছেন। এ হামলার পেছনে তার উদ্দেশ্য কী তা জানতে তদন্ত করা হচ্ছে।’

ন্যান্সি পেলোসি ডেমোক্রেটিক পার্টির প্রভাবশালী নেতা ও কংগ্রেসের সদস্য। বর্তমানে দ্বিতীয় বারের মত হাউজের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। আর কয়েক দিন পরই যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন। নির্বাচন সামনে করে জোর প্রচারণা চালাচ্ছে ডেমোক্র্যাটরা।

ন্যান্সির ৮২ বছর বয়সী স্বামী পল একজন সফল ব্যবসায়ী। রিয়েল এস্টেটের ব্যবসায় রয়েছে তার। এ বয়সেও নিজের ব্যবসায় নিজেই দেখাশুনা করেন।

ন্যান্সির এক মুখপাত্র জানিয়েছেন, হামলায় গুরুতর আহত পল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আশা করা হচ্ছে, তিনি খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন।