বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

শিরোনাম

পদত্যাগ করতে পারেন হোয়াইট হাউসের চিফ অব স্টাফ রন ক্লেইন

রবিবার, জানুয়ারী ২২, ২০২৩

প্রিন্ট করুন

ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের চিফ অব স্টাফ রন ক্লেইন যে কোন সময় পদত্যাগ করতে পারেন। খবর এএফপির।

রন ক্লেইন ২০২০ সালের নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে এ পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ও দৃঢ়ভাবে বাইডেনের পাশেই রয়েছেন। কিন্তু, নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের সময় থেকে তিনি তার সহকর্মীদের একান্তে বলেছেন, তিনি সরে দাঁড়াতে প্রস্তুত।

আগামী ৭ ফেব্রুয়ারি বাইডেনের ইউনিয়ন ভাষণের আগেই রন ক্লেইন পদত্যাগ করতে পারেন। খবর দ্য নিউ ইয়র্ক টাইমসের।

হোয়াইট হাউসের এ পদটিতে যিনি কাজ করেন, তাকে নানামুখী চাপের মধ্যে থাকতে হয়। এ পর্যন্ত খুব কম চিফ অব স্টাফই চার বছরের মেয়াদ পূর্ণ করতে পেরেছেন। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ে এ পদে চারজন কাজ করেছেন।

ক্লেইন (৬১) ভাইস প্রেসিডেন্ট আল গোরের চিফ অব স্টাফ হিসেবে ১৯৯৫-১৯৯৯ পর্যন্ত ও বাইডেনের সময়ে ২০০৯-২০১১ পর্যন্ত এ পদে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া, বারাক ওবামার সময়ে তিনি ইবোলা ভাইরাস মোকাবেলা নিয়ে হোয়াইট হাউসের সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন।