বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মার্কিন দূতাবাসের নিয়মিত কনস্যুলার সেবা বন্ধ

মঙ্গলবার, আগস্ট ১৩, ২০২৪

প্রিন্ট করুন

ঢাকা: পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মার্কিন নিয়মিত কনস্যুলার সেবা বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকার যুক্তরাষ্ট্রের দূতাবাস।

মঙ্গলবার (১৩ আগস্ট) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে শেয়ার করা বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘আপনার যদি আসন্ন ভিসা অ্যাপয়েন্টমেন্ট থাকে, দয়া করে কনস্যুলার বিভাগের নিয়মিত পরিষেবাগুলো পুনরায় চালুর ব্যাপারে পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করুন।’

দূতাবাস আবেদনকারীদের উৎসাহিত করে বলেছে, ‘আপনি দ্রুত অ্যাপয়নমেন্টের জন্য জন্য আবেদন করতে পারেন।’

তবে, দ্রুত অ্যাপয়েন্টমেন্ট ভিসা দেয়ার নিশ্চয়তা দেয় না।

সব আবেদনকারীর জন্য একই নিয়ম ও কনস্যুলার কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন অনুযায়ী ব্যাপারগুলো পরিচালনা করেন।