শনিবার, ০৫ অক্টোবর ২০২৪

শিরোনাম

পরমাণু পরিদর্শনের বিষয়ে শিগগির বৈঠকের আশা যুক্তরাষ্ট-রাশিয়ার

বুধবার, নভেম্বর ৯, ২০২২

প্রিন্ট করুন

ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত গুরুত্বপূর্ণ পরমাণু নিরস্ত্রিকরণ চুক্তি নিউ স্টার্টের আওতায় ওয়াশিংটন ও মস্কো সম্ভাব্য পরিদর্শন ফের শুরু করা নিয়ে শিগগির বৈঠক করবে বলে আশা করা হচ্ছে। মঙ্গলবার (৮ নভেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

বিভাগটির মুখপাত্র নেড প্রাইস সাংবাদিকদের বলেন, ‘আমরা একমত হয়েছি যে, নিউ স্টার্ট চুক্তির শর্তাবলীর আওতায় খুব শিগগির বিসিসি (দ্বিপাক্ষিক সমন্বয় কমিটি) বৈঠক করবে।’

প্রাইস বলেন, ‘এর কাজ হচ্ছে ‘গোপনীয়, তবে আমরা একটি গঠনমূলক অধিবেশনের আশা করি।’

তিনি আরো বলেন, ‘রাশিয়ার ইউক্রেন আগ্রাসন সত্ত্বেও যুক্তরাষ্ট্র এ কথোপকথনে ঝুঁকি হ্রাসের বিষয়ে প্রাধান্য দিচ্ছে।’

প্রাইস এ বৈঠকের তারিখ বা স্থানের কথা জানাতে অপারগতা প্রকাশ করেন। ২০২১ সালের অক্টোবরের পর এটি হবে কমিশনের জন্য প্রথম।

গত আগস্টের প্রথম দিকে মস্কো নিউ স্টার্ট চুক্তির আওতায় তাদের সামরিক স্থাপনাগুলো যুক্তরাষ্ট্রের পরিদর্শন স্থগিত করার ঘোষণা দেয়। এ এক্ষেত্রে তারা বলেছে, ‘রাশিয়ার পরিদর্শনে আমেরিকার বাধার জবাবে তারা এমন পদক্ষেপ গ্রহণ করে।’

নিউ স্টার্ট চুক্তি হচ্ছে পৃথিবীর দুই প্রধান পরমাণু ক্ষমতাধর দেশের মধ্যে এ ধরনের সর্বশেষ দ্বিপাক্ষিক একটি চুক্তি। ২০১০ সালে চুক্তিটি সই করা হয়। এ চুক্তির আওতায় দুই দেশের অস্ত্রাগারগুলোতে সর্বোচ্চ এক হাজার ৫৫০টি কৌশলগত পরমাণু ওয়্যারহেড সীমিত রাখার কথা বলা হয়, যা ২০০২ সালে নির্ধারিত আগের সীমা থেকে প্রায় ৩০ শতাংশ কম।