সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

পরিকল্পিতভাবে স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হচ্ছে

সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

প্রিন্ট করুন

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন কতৃক স্বতন্ত্র প্রার্থীদের পরিকল্পিতভাবে প্রার্থিতা বাতিল করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী অধিকার রক্ষা পরিষদের আহবায়ক মো. মোস্তফা আল ইহযায। সোমবার (৪ ডিসেম্বর) সংবাদ মাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ অভিযোগ তুলেন।

বিবৃতিতে নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করছে না অভিযোগ করে মোস্তফা আল ইহযায বলেন, ‘দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না; তা নির্বাচন কমিশনের আচরণে বুঝা যাচ্ছে।’

দলীয় প্রার্থীদের অতিরিক্ত সুযোগ করে দিতে নির্বাচন কমিশন বৈষম্যমূলক আচরণ করছেন বলেও অভিযোগ করেন তিনি।

মোস্তফা আল ইহযায আরো বলেন, ‘রাজনৈতিক দলগুলো যোগ্য প্রার্থীদের মনোনয়ন না দিয়ে অযোগ্যদের মনোনীত করায় সাধারণ ভোটারদের মাঝে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জনগণের প্রত্যশা পূরণে অসংখ্য যোগ্য প্রার্থী স্বতন্ত্র অবস্থান থেকে নির্বাচনে অংশ নেয়ার জন্য মনোনয়নপত্র জমা দেন। এতে দলীয় প্রার্থীদের পরাজয়ের ভয়ে নির্বাচন কমিশনের মাধ্যমে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি করানো হচ্ছে। দলীয় প্রার্থীদের চাপের কারণে ও নির্বাচন কমিশন নিদিষ্ট একটি রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বিভিন্ন অযুহাত দেখিয়ে ছল-চাতুরী করে স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচন থেকে দূরে রাখতে মনোনয়ন বাতিল করছেন। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং নির্বাচন কমিশনকে বাতিলকৃত সব প্রার্থীর প্রার্থীতা দ্রুত ফিরিয়ে দেয়ার দাবি জানাচ্ছি।’