ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র: অনেক প্রচেষ্টার পর পরিশেষে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর নথি প্রকাশ করা হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) এ নথি প্রকাশিত হয়। চার বছর ধরে ডেমোক্র্যাটরা ট্রাম্পের কর নথি প্রকাশ করার জন্যে চেষ্টা চালাচ্ছিল। তবে ট্রাম্প কর নথি প্রকাশে অস্বীকৃতি জানিয়েছিলেন। খবর আল-জাজিরা।
প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দায়িত্বে থাকাকালীন অনেক বেশি বিস্তারিত তথ্য আছে কর নথিটিতে। ২০১৫-২০২০ সাল পর্যন্ত সময়কার এ আয়কর নথি প্রকাশ করা হয়েছে।
নথি প্রকাশের প্রতিক্রিয়ায় ট্রাম্পের জানান, এ কর্মকাণ্ডের পরে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিভেদ আরো বাড়বে। বিবৃতিতে ট্রাম্প বলেছেন, ‘ডেমোক্র্যাটদের কখনো এটি করা উচিত ছিল না। সুপ্রিম কোর্টেরও অনুমোদন দেয়া ঠিক হয় নি। এটি মানুষের মধ্যে বিপদজ্জনক অবস্থা তৈরি করবে।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের কর নথি প্রকাশের কোন আইনি বাধ্যবাধকতা নেই। তবে দশকের পর দশক ধরে দেশটির প্রেসিডেন্টরা স্বেচ্ছায়ই তাদের কর নথি প্রকাশ করে আসছেন। কিন্তু ট্রাম্প কর নথি প্রকাশ না করে গোপন রাখতে চেষ্টা চালিয়েছেন।
এর আগে গত ২০ নভেম্বর ট্রাম্পের কর নথি প্রকাশের পক্ষে ভোট দেন দেশটির আইনপ্রণেতারা। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ‘ওয়েস অ্যান্ড মিনস কমিটি’ করসংক্রান্ত বিষয়টি দেখভাল করে। ডেমোক্র্যাট নেতৃত্বাধীন প্রভাবশালী এ কমিটি ট্রাম্পের ছয় বছরের কর নথি প্রকাশের পক্ষে ভোট দেয়। ভোটাভুটিতে পক্ষে পড়েছে ২৪টি ভোট, বিপক্ষে ১৬টি। কমিটির সব ডেমোক্র্যাট সদস্য পক্ষে ভোট দেয়। অন্য দিকে, সব রিপাবলিকান সদস্য বিপক্ষে ভোট দেয়।
কংগ্রেসের ওয়েস অ্যান্ড মিনস কমিটি ২০১৯ সাল থেকে ট্রাম্পের কর নথি চেয়ে আসছিল। তবে ট্রাম্প তা দিতে অস্বীকৃতি জানিয়ে আসছিলেন। ইস্যুটি আদালত পর্যন্ত গড়ায়। কংগ্রেস কমিটিকে কর নথি না দিতে ট্রাম্পের করা একটি আবেদন গত মাসে নাকচ করে দেন দেশটির সুপ্রিম কোর্ট। ফলে ট্রাম্পের ২০১৫-২০২০ সালের কর নথিসহ তার ব্যবসায় সংক্রান্ত নথি দেখার সুযোগ পায় কমিটি।