রবিবার, ১০ নভেম্বর ২০২৪

শিরোনাম

পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হচ্ছে সিআইএসসিই জাতীয় ফুটবল টুর্নামেন্ট

সোমবার, সেপ্টেম্বর ১৯, ২০২২

প্রিন্ট করুন

পশ্চিমবঙ্গ, ভারত: ভারতের পশ্চিমবঙ্গের স্বনামধন্য স্কুল ‘ফাদার লেবলন্ড স্কুল’ এর উদ্যোগে আগামী ২০-২৪ সেপ্টেম্বর সিআইএসসি পশ্চিমবঙ্গ এবং এনই অঞ্চল দ্বারা আয়োজিত ‘কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট পরীক্ষার (সিআইএসসিই)’ জাতীয় ফুটবল টুর্নামেন্ট ২০২২ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।

তারা এক অন্যতম ইতিহাস গড়তে যাচ্ছেন ক্রীড়া ক্ষেত্রে। কারণ, এ টুর্নামেন্টে ভারত ও বিদেশের সেরা কিছু স্কুল তাদের বৃহৎ প্রকৃতিক সৌর্ন্দযে বেষ্টিত ক্যাম্পাস পরিদর্শন করবে এবং সেরার সেরা হওয়ার জন্য লড়াই করবে।

স্কুলের পরিচালক নিপু পাল চৌধুরী, ডেপুটি ডিরেক্টর বিয়াস পাল চৌধুরী, ব্যবস্থাপনা বিভাগের প্রধান মুকুল রায় চৌধুরী ও উপ-উপাধ্যক্ষ ফিলিপ ফেড্রিক জর্ডন সকলকে এ ফুটবল টুর্নামেন্ট উপভোগ করার আমন্ত্রণ জানিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন স্কুলের একাদশ শ্রেণিতে অধ্যয়নরত টুর্নামেন্টের আয়োজক দলের অন্যতম সদস্য, ভারতে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থী প্রতিভাবান শিল্পী অভ্র বড়ুয়া।

প্রেস বার্তা