মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫

শিরোনাম

পানির নিচে ১০০ দিন কাটিয়ে নিজের রেকর্ড ভাঙলেন যুক্তরাষ্ট্রের গবেষক

সোমবার, জুন ১২, ২০২৩

প্রিন্ট করুন

ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র: পানির নিচে টানা ১০০ দিন থেকে নিজের রেকর্ড ভেঙেছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) প্রফেসর জোসেফ দিতুরি। এর আগে ৭৪ দিন পানির নিচে থেকে বিশ্ব রেকর্ডের খেতাব নিজের ঝুলিতে পুরেছিলেন তিনি। কিন্তু, তার ইচ্ছা ছিল, টানা ১০০ দিন পানির নিচে থাকার পর তবেই উপরে উঠবেন তিনি। খবর এনডিটিভির।

ফ্লোরিডার কি লারগো এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকে ৩০ ফুট গভীরে অবস্থিত জুল’স আন্ডারসি লজ। দাবি করা হয়, এটি যুক্তরাষ্ট্রে পানির তলদেশে একমাত্র হোটেল। সেখানেই গেল ১ মার্চ থেকে থাকা শুরু করেন প্রফেসর জোসেফ দিতুরি।

এর আগে ৭৪ দিন পূর্ণ হওয়ার পর ১৪ মে এক টুইটে জোসেফ বলেন, ‘আবিষ্কারের কৌতূহলই আমাকে এখানে এনেছে। প্রথম দিন থেকে আমার লক্ষ্য ছিল আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করা, সামুদ্রিক জীবন নিয়ে পড়াশোনা করা, বিজ্ঞানীদের সাক্ষাৎকার নেয়া ও প্রতিকূল পরিবেশে মানবদেহ কীভাবে কাজ করে তা শেখা।’

দীর্ঘ দিন অতিরিক্ত চাপযুক্ত পরিবেশে মানবদেহ কেমন প্রতিক্রিয়া দেখায়, তা নিয়ে গবেষণা করছেন জোসেফ। পানির নিচে থাকাবস্থায় তিনি শুধু নিজের সম্পর্কেই শেখেননি; বরং অনলাইনে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাসও নিয়েছেন।

ইউএসএফের তথ্য মতে, জোসেফকে পরীক্ষা-নিরীক্ষার জন্য একটি মেডিকেল টিম নিয়মিত জুল’স আন্ডারসি লজে যায়। সেখানে তার ব্লাড প্যানেল, আল্ট্রাসাউন্ড ও ইলেকট্রোকার্ডিওগ্রামের পাশাপাশি স্টেম সেল পরীক্ষাসহ একাধিক পরীক্ষা করা হয়। একজন মনোবিজ্ঞানী ও মনোরোগ বিশেষজ্ঞ দীর্ঘ সময়ের জন্য বিচ্ছিন্ন ও সীমাবদ্ধ পরিবেশে বসবাসের মানসিক প্রভাবগুলো নথিভুক্ত করেন।

জোসেফ রোজ ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে ব্যায়াম করতেন। তার খাদ্যতালিকায় ছিল ডিম-স্যালমন মাছসহ নানা ধরনের প্রোটিন সমৃদ্ধ খাবার। রান্নাবান্নার জন্য তার কাছে একটি মাইক্রোওয়েভ ওভেনও ছিল।

এর আগে ২০১৪ সালে দুই প্রফেসর পানির নিচে সর্বোচ্চ ৭৩ দিন বসবাসের রেকর্ড গড়েছিলেন।