মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫

শিরোনাম

পুতিনকেও ‘অকথ্য ভাষায়’ গালি বাইডেনের

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২২, ২০২৪

প্রিন্ট করুন

সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গালি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার (২১ ফেব্রুয়ারি) ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকোতে তহবিল সংগ্রহের অনুষ্ঠানে পুতিনকে গালি দেন তিনি। খবর রয়টার্সের।

সাংবাদিকেদের সাথে কথা বলার সময় বাইডেন বলেন, ‘পুতিনের মত ক্রেজি সান অব আ বিচ আছে। যার কারণে আমাদের পারমাণবিক সংঘাত ও মানবতার অস্তিত্বের হুমকির মধ্যে থাকতে হয়।’

এর পূর্বে, ইউক্রেনে আগ্রাসনের কারণে বিভিন্ন অনুষ্ঠানে পুতিনকে ‘কসাই’ ও ‘যুদ্ধাপরাধী’ বলেও সম্বোধন করেছেন বাইডেন।

সংবাদ মাধ্যমের সামনে কাউকে অকথ্য ভাষায় গালি দেয়ার ঘটনা এবারই প্রথম নয় বাইডেনের। এর পূর্বে, হামাস-ইসরাইল সংঘাতকে কেন্দ্র করে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেও গালি দেন বাইডেন।

মূলত গাজা ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অনুরোধ প্রত্যাখ্যান করে আসছিলেন নেতানিয়াহু, এ কারণেই রাগান্বিত হয়ে তাকে গালি দিয়েছিলেন বাইডেন।

এছাড়া, ২০২২ সালের জানুয়ারি মাসে বক্তব্য দেয়ার সময় উত্তেজিত হয়ে ফক্স নিউজের এক সাংবাদিককেও গালি দিয়েছিলেন বাইডেন।