রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

শিরোনাম

পুননির্বাচিত হওয়ার পর বড় ধরনের ধর্মঘটের মুখে ম্যাঁক্রো

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৯, ২০২২

প্রিন্ট করুন

প্যারিস, ফ্রান্স: পুননির্বাচিত হওয়ার পর এ প্রথম বড় ধরনের ধর্মঘটের মুখে পড়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো। বৃহস্পতিবারের (২৯ সেপ্টেম্বর) এ ধর্মঘটের প্রভাব পড়ছে দেশটির স্কুল, রেল ও ব্যবসায়-বাণিজ্যে।

বেতন বাড়ানো ও পরিকল্পিত পেনশন সংস্কার কার্যক্রম বন্ধের দাবিতে শ্রমিক ইউনিয়ন সিজিটি এ ধর্মঘটের ডাক দিয়েছে। এটি ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম ইউনিয়ন।

ইমানুয়েল ম্যাঁক্রো শিক্ষক ও সরকারি কর্মকর্তাদের বেতন বাড়িয়েছেন। এছাড়া তিনি চাকুরিতে অবসরের বয়সসীমা বর্তমানের ৬২ থেকে বাড়ানোরও সিদ্ধান্ত নিয়েছেন। এটি তার পুননির্বাচনের প্রচারণার অন্যতম প্রতিশ্রুতি ছিল। কিন্তু এতে ক্ষুব্ধ ইউনিয়ন ও বামপন্থী বিরোধিরা।

সিজিটি ইউনিয়নের প্রধান ফিলিপ মার্টিনেজ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ‘বিএফএম সম্প্রচার’ কেন্দ্রকে বলেন, ‘আমরা অবসরের বয়স বাড়িয়ে দেয়ার বিপক্ষে। কারণ দেশে অনেক বেকার রয়েছে।’

তিনি আরো বলেন, ‘যারা কাজ করছে, তাদের কাজে রেখে দেয়া মানে অন্যরা সে কাজটি পাবে না।’

মিত্রদের কাছ থেকে সতর্কতা সত্বেও ম্যাঁক্রো তার সরকারকে অবসরের বয়স বাড়াতে কাজ করার নির্দেশ দিয়েছেন।