শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

পুলিশ আন্তর্জাতিক আইন মানছে না, কথায় কথায় গুলি চালাচ্ছে

রবিবার, সেপ্টেম্বর ৪, ২০২২

প্রিন্ট করুন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা: পুলিশ আন্তর্জাতিক পুলিশ আইন মেনে চলছে না উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নারায়ণগঞ্জে দলের প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি শান্তিপূর্ণ হলেও তাতে আক্রমণ করা হয়েছে। পুলিশ কথায় কথায় গুলি চালাচ্ছে।’

রোববার (৪ সেপ্টেম্বর) ঢাকার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এসব কথা বলেন।

ফখরুল ইসলাম আরো বলেন, ‘আওয়ামী লীগের ক্ষমতায় টিকে থাকার একমাত্র মাধ্যম ভয় সৃষ্টি করা। বিরোধী দল যাতে আগামী নির্বাচনে অংশ নিতে না পারে, সে জন্য মাঠ খালি করতে হামলা ও আক্রমণ করা হচ্ছে।’

তিনি বলেন, ‘বিএনপির জনসম্পৃক্ততা দেখে আওয়ামী লীগ ঘাবড়ে গিয়ে বিরোধী দলের কর্মসূচিতে হামলা শুরু করেছে। সরকারি দল বিএনপিকে সহিংসতার দিকে ঠেলে দিতে চায়। বিএনপিকে সে দিকে নিতে না পারায় আওয়ামী লীগ মনঃকষ্টে ভুগছে।’

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল সারা দেশে গত ২২ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত বিএনপির কর্মসূচিতে নিহত, আহত, গ্রেফতার ও ভাঙচুরের ঘটনার পরিসংখ্যান তুলে ধরেন। এছাড়া বিএনপির সভা-সমাবেশে হামলা, নির্যাতন ও হত্যার ঘটনা জাতিসংঘকে অবহিত করা হবে বলে জানান মির্জা ফখরুল।