সোমবার, ১১ নভেম্বর ২০২৪

শিরোনাম

পেকুয়ায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত

শনিবার, ডিসেম্বর ৩, ২০২২

প্রিন্ট করুন

পেকুয়া, কক্সবাজার: কক্সবাজারের পেকুয়া উপজেলায় ৩১তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) সকালে ‘অন্তর্ভুক্তিমুলক উন্নয়নের জন্য পরিবর্তনমূকি প্রবেশ, প্রবেশগম্য ও সমাতাভিত্তিক বিশ্ব বিনির্মাণে উদ্ভাবনের ভূমিকা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পেকুয়া উপজেলার হল রুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপজেলার ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম মিনু বলেন, ‘শেখ হাসিনা প্রতিবন্ধীরদের নিয়ে কাজ নানা কাজ করছেন। আর প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল প্রতিবন্ধীদের নিয়ে ডিগ্রি করেছেন, প্রতিবন্ধীদের নিয়ে নানা কাজ করছেন। সরকার প্রতিবন্ধীদের যে ভাতা দেয়, তা দিয়ে সংসার চালানো অনেক কষ্টের। তাই এনজিও এবং সমাজের বিত্তশালী লোকদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।’

সভাপতির বক্তব্যে উপজেলা সমাজসেবা অফিসার জাহাঙ্গীর আরিফ বলেন, ‘বর্তমান সরকার যে ভাতা ও সুযোগ-সুবিদা দিয়ে থাকে, আমরা প্রতিবন্ধীদেরকে সমানভাবে বন্টন করছি।এর বাইরে আমাদের কোন সুযোগ নেই। সব জেলায় প্রতিবন্ধী স্কুল-কলেজ আছে। আপনার প্রতিবন্ধী সন্তানকে এ স্কুল -কলেজে ভর্তি করে দিবেন। সরকারিভাবে খাওয়া-দাওয়াসহ সবকিছু প্রতিষ্ঠান বহন করবে।’

সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন সমাজসেবা অফিসার আমজাদ হোসেন।